সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ব্রাহ্মণবাড়িয়ায় সামাজিক দূরত্ব নিশ্চিতে মাঠে  ছাত্রলীগ

একুশে সংবাদ প্রকাশিত: ০৫:১৬ পিএম, ২৭ জুলাই, ২০২১

ব্রাহ্মণবাড়িয়ায় জেনারেল হাসপাতালে করোনার অ্যান্টিজেন টেস্ট করাতে মানুষের ঢল নেমেছে। এতে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি, বজায় থাকছে না সামাজিক দূরত্ব। ফেসবুকে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হওয়ায় মাঠে নেমেছে ছাত্রলীগ। সোমবার সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের পাশাপাশি জেলার বিভিন্ন স্থানে স্বাস্থ্যবিধি মানা ও সামাজিক দূরত্ব বজায় রাখতে কাজ করছেন জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

সরেজমিনে দেখা গেছে, ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল চত্বরে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করছেন ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। তারা করোনার অ্যান্টিজেন টেস্ট করাতে আসা মানুষকে সামাজিক দূরত্ব বজায় রেখে সুশৃঙ্খলভাবে লাইন দাঁড় করাচ্ছেন। 

এছাড়া সবাইকে মাস্ক পরতে উদ্বুদ্ধ করছেন। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন বলেন, হাসপাতালে মানুষের ভিড়ের ছবি ফেসবুকে দেখে জেলা ছাত্রলীগের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করার জন্য। সকাল থেকে নেতাকর্মীরা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে স্বেচ্ছায় কাজ শুরু করেছেন। এ ধারা অব্যাহত থাকবে। 


একুশে সংবাদ/এনায়েত/প

সারাবাংলা বিভাগের আরো খবর