সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

কক্সবাজারে ক্রমেই বাড়ছে করোনার সংখ্যা

একুশে সংবাদ প্রকাশিত: ১১:৩৭ এএম, ৯ এপ্রিল, ২০২১

জেলায় দিন দিন বাড়ছে করোনা শনাক্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ৫২৮ জনের স্যাম্পল টেস্টের মধ্যে নতুন করে ১০১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

তারমধ্যে নতুন শনাক্ত হয়েছে ৯৯ জন। এর মধ্যে ৯৭ জন কক্সবাজার জেলার বাসিন্দা। বাকী ৪ জন মধ্যে বান্দরবানের ৩ জন ও চট্টগ্রামের লোহাগাড়ার ১ জন। পুরাতন আক্রান্ত ২ জন । এ নিয়ে কক্সবাজার জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬ হাজার ৯৮৪ জন।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাব থেকে এই রিপোর্ট প্রকাশিত হয়েছে। সংক্রামক রোগ ও ট্রপিক্যাল মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক  ডা. শাহজাহান নাজির এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘন্টায় ৫২৮ জনের নমুনা পরীক্ষা করে কক্সবাজার সদরে ৬০ জন, রামু ০৫ জন, উখিয়া ০৫ জন, টেকনাফ ০৬ জন, চকরিয়া উপজেলায় ০৭ জন, পেকুয়া ০১ ও কুতুবদিয়ায় ০২ জন। এছাড়া বান্দরবানে ০৩ জন, চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ০১ জন এবং রোহিঙ্গা শরণার্থী ০৯ জন করোনা শনাক্ত হয়েছে। বাকী ৪২৭ জনের রিপোর্ট নেগেটিভ।

কক্সবাজার জেলায় এ পর্যন্ত মৃত্যু বরন করেছেন ৮৮ জন। তারমধ্যে রোহিঙ্গা শরনার্থী ১০ জন।


একুশে সংবাদ/আ/আ
 

সারাবাংলা বিভাগের আরো খবর