সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

পলাশে উপজেলা চেয়ারম্যানের মাস্ক বিতরণ 

একুশে সংবাদ প্রকাশিত: ০৬:০৬ পিএম, ৮ এপ্রিল, ২০২১

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ প্রতিরোধ ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নরসিংদীর পলাশ উপজেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন শ্রেণি পেশার মানুষজনের মধ্যে ২ হাজার মাস্ক বিতরণ করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার সকালে পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন উপজেলার ঘোড়াশাল বাজারসহ প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে বিভিন্ন শ্রেণি পেশার লোকজনের এ মাস্ক বিতরণ করেন। এসময় আওয়ামীলীগ দলীয় সহযোগী সংগঠন ছাত্রলীগ মাস্ক বিতরণে সহযোগিতা করেন।

পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন বলেন, বর্তমানে মহামারী করোনাভাইরাস (কোভিট-১৯) এর প্রকোপ দিন দিন বেড়ে চলেছে। তাই জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি লক্ষ্যে মাস্ক বিতরণ করা হয়েছে। যারা মাস্ক ছাড়া রাস্তায় বের হয়েছেন তাদেরকে মাস্ক পরিয়ে দিচ্ছি। সবাইকে করোনা সংক্রমণ প্রতিরোধে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।


একুশে সংবাদ/সা/আ

সারাবাংলা বিভাগের আরো খবর