সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

কোটালীপাড়ায় পিঁয়াজ প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত 

একুশে সংবাদ প্রকাশিত: ১২:৩৪ পিএম, ১৭ মার্চ, ২০২১

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পিঁয়াজ প্রদর্শনী মাঠ দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের দেবগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কোটালীপাড়ার আয়োজনে বীর মুক্তিযোদ্ধা সদানন্দ গাঙ্গুলীর সভাপতিত্বে গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের (GKBSP) আওতায় বাস্তবায়ীত পিঁয়াজ ( লালতীর কিং)  প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

মাঠ দিবসে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নিটুল রায় প্রধান অতিথি এবং বিশেষ অতিথি হিসাবে কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মো: মিলন উপস্থিত ছিলেন।

এসময় রাধাগঞ্জ আওয়ামীলীগ শাখার সভাপতি বাবু সর্বানন্দ বৈদ্য, ডগলাস মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবু সুরেন্দ্র নাথ বাড়ৈ, রাধাগঞ্জ আওয়ামী যুবলীগ শাখার সহ সভাপতি মিজানুর রহমান শেখ, প্রদর্শনীর চাষী তপন বিশ্বাস, চাষী সন্তোষ বিশ্বাস উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন।

এছাড়া উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার কৃত্তিবাস পান্ডে, উপ-সহকারী কৃষি অফিসার শিশির কুমার দত্ত, সন্তোষ ঘরামী, মনোজ কুমার মৃধা, বিকাশ সরকার, রাকিবুল ইসলাম, সুমন মৈত্র সহ এলাকার প্রায় দুইশত কৃষক কৃষানী উপস্থিত ছিলেন। 

প্রধান অতিথি নিটুল রায় বলেন , মুজিববর্ষের অঙ্গিকার, কৃষি হবে দূর্বার " শ্লোগানকে সামনে রেখে কৃষির উন্নয়নে টিম, ডিএই কোটালীপাড়া নিরলসভাবে কাজ করে যাচ্ছে, বঙ্গবন্ধুর সোনার বাংলা আজ সমৃদ্ধশালী উন্নয়নশীল রাষ্ট্রে পরিনত হয়েছে।

একুশে সংবাদ/ সুশা.ব / এস

সারাবাংলা বিভাগের আরো খবর