সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

মেহেরপুর প্রাথমিক শিক্ষক কল্যান সমিতির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

একুশে সংবাদ প্রকাশিত: ০৫:৫৮ পিএম, ২৪ জানুয়ারি, ২০২১

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি মেহেরপুর জেলা শাখার উদ্যোগে অর্থ মন্ত্রণালয়ের ১২ আগস্ট ২০২০ তারিখের পত্রটি বাতিল পূর্বক অধিগ্রহণকৃত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বিধিমালা ২০১৩ এর ধারা-২ উপধারা (গ) তে বর্ণিত বেসরকারি চাকরির ৫০% কার্যকর চাকুরীকালের ভিত্তিতে টাইমস্কেল সহ অন্যান্য আর্থিক সুবিধাদি, জ্যেষ্ঠতা ও পদোন্নতি বহাল করণের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

শনিবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন করা হয়। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি মেহেরপুর জেলা শাখার মোঃকমর উদ্দিনের নেতৃত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক হাবিবুর রহমান,মেহেরপুর সদর উপজেলা শাখার সভাপতি ইকবাল হোসেন,সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, গাংনী উপজেলা সভাপতি জিয়া মোঃ আহসান মাসুম,সাধারণ সম্পাদক গোলাম হাসান, মুজিবনগর উপজেলা সম্পাদক মইনুদ্দিন, প্রধান শিক্ষক আবু লায়েস লাভলু প্রমূখ।পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। 

বক্তাগণ অধিগ্রহণকৃত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বিধিমালা ২০১৩ এর ধারা-২ উপধারা (গ) তে বর্ণিত বেসরকারি চাকরির ৫০% কার্যকর চাকুরীকালের ভিত্তিতে টাইমস্কেল সহ অন্যান্য আর্থিক সুবিধাদি, জ্যেষ্ঠতা ও পদোন্নতি বহাল করণের দাবী মেনে নেওয়ার আহ্বান জানান।

একুশে সংবাদ/হাসান/অমৃ

সারাবাংলা বিভাগের আরো খবর