সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

আমতলীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন

প্রকাশিত: ০৪:৪২ পিএম, ৩ ডিসেম্বর, ২০২০

বরগুনার আমতলীতে বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা কৃষি অফিসের গোডাউন সম্মুখে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে রবি/২০২০-২১ মৌসুমে প্রান্তিক কৃষকদের  মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান।

আমতলী উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ধান, গম ভুট্রা, সরিষা.সূর্যমুখী, চিনাবাদাম, শীতকালিন মুগ ও পরবর্তি খরিপ -১ মৌসুমে গ্রীষ্মকালীন মুগ ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায়  আমতলী উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রতিজনকে ১ বিঘা জমিতে চাষাবাদের জন্য বরাদ্ধ প্রাপ্ত বোরো ধান ফসলের অনুকুলে ৪০০ জন, গমের অনুকূলে ২২০ জন, ভুট্রা ফসলের অনুকূলে ১০০ জন, সরিষা ফসলের অনুকূলে ৫০ জন, সূর্যমুখী ফসলের অনুকূলে ২৫০০জন, চিনাবাদাম ফসলের অনুকুলে ২০০ জন, শীতকালিন মুগডাল ফসলের অনুকূলে  ১২০০জন এবং গ্রীস্মকালীন মুগডালের অনুকলে ২০ কৃষকসহ মোট ৫হাজার ৪শ ৫০ জন প্রান্তিক কৃষককে  ৯০ মেট্রিকটন ড্যাপ ও এমওপি সার  ৫ মোট্রকটন বীজ বিনামূল্যে প্রদান করা হবে বলে আমতলী উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়। কৃষি সহায়তা বিতরনের সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সিএস রেজাউল করিমসহ প্রান্তিক কৃষকরা উপস্থিত ছিলেন।

একুশে সংবাদ/এআরএম

সারাবাংলা বিভাগের আরো খবর