সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাবান্ধা স্থলবন্দরের স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময়

প্রকাশিত: ০৭:৪০ পিএম, ৩০ নভেম্বর, ২০২০

দেশের চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধা স্থল বন্দরের স্টেকহোল্ডারদের সাথে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনারের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বাংলাবান্ধা স্থলবন্দরের সমসাময়িক সমস্যা ও উন্নয়ন সম্ভাবনা নিয়ে বন্দরের স্টেকহোল্ডারদের সাথে  মত বিনিময়ে বিভিন্ন সমস্যা সম্ভবনার কথা উঠে আসে।

সোমবার (৩০ নভেম্বর) বিকেলে এক ঝটিকা সফরে ভারতের ফুলবাড়ী হয়ে বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শনে আসেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ ইমরান। এর পর তেতুলিয়া বেরং কমপ্লেক্সে এক মত বিনিময় সভা অনুষ্টিত হয়। সভায় বন্দরের সমস্যা নিরসনে ও উন্নয়ন সম্ভাবনার মহা পরিকল্পনার জন্য বন্দরের সঙ্গে সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের প্রতিবেদন আকারে পাঠানোর জন্য নির্দেশনা দেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার। 

এসময় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে আমদানি রফতানি কারক এসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা, সি এন্ড এফ এসোসিয়েশনের সভাপতি রেজাউল করিম রেজা, বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিঃ এর পরিদর্শক সারোয়ার আলম, ১৮বিজিবি অধিনায়ক খন্দকার আনিছুর রহমান আনিছ, কাস্টম সহকারী কমিশনার আবু জাফর মো. রায়হান, পুলিশ সুপার মো. ইউসুফ আলী প্রমুখ বক্তব্য রাখেন।

একুশে সংবাদ/এআরএম

সারাবাংলা বিভাগের আরো খবর