সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

‘যুব সমাজকে সঠিক পথে পরিচালনা জন্য খেলাধুলার বিকল্প নেই’

একুশে সংবাদ প্রকাশিত: ০৭:২৮ পিএম, ১৪ জানুয়ারি, ২০২১

চট্টগ্রাম মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাঃ নাসির উদ্দিন মাহমুদ বলেছেন যুব সমাজকে সঠিক পথে পরিচালনা জন্য খেলাধুলার বিকল্প নেই। প্রতিটি ক্লাব সংগঠন যদি প্রতিনিয়ত খেলাধুলার আয়োজন করে সমাজ থেকে অপরাধ প্রবণতা কমে যাবে। যুবকরা ফিরে পাবে সঠিক পথ।

১৩ জানুয়ারি বুধবার চকবাজারস্হ জয়নগর ক্লাব আয়োজিত মহান বিজয় দিবস শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

জয়নগর ক্লাবের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ নাজিম উদ্দিনের সভাপতিত্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়নগর ক্লাবের সাধারন সম্পাদক আয়াছ মোঃ রকি, সহ-সভাপতি আ স ম সালাউদ্দিন মনসুর, ওমর ফারুক আলম, ক্লাবের কার্যকরী কমিটির নেতৃবৃন্দ যথাক্রমে আজিম উদ্দিন, মাকসুদ জামিল মারুফ, সৈয়দ মোঃ মঈন, স্বপন সিং, নয়ন মজুমদার, শাহাদাত টিপু, তাজ উদ্দিন টিপু, হাসনাত জামিল রাজু, আলবান বারী, রাশেদ কামাল বাবু, সরফরাজ খান রাব্বি প্রমুখ।

প্রধান অতিথি জয়নগর ক্লাব এরকম উদ্যোগ গ্রহণ করায় ক্লাবের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।

ফাইনাল খেলায় টিবি টাইটেনস, আলকরন লায়ন্স স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।

একুশে সংবাদ/এআরএম

চট্রগ্রাম প্রতিদিন বিভাগের আরো খবর