সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

নতুন প্রত্যয়ে আনোয়ারা শেভরণ শাখার ২য় বছরে পথচলা শুরু

প্রকাশিত: ১১:০৬ এএম, ২৯ নভেম্বর, ২০২০

চট্টগ্রামের বেসরকারি হাসপাতাল আনোয়ারা শেভরণ শাখার ২য় বর্ষপূর্তি উপলক্ষে শেভরণে নতুন সংযোজন হচ্ছে চক্ষু রিসার্চ সেন্টার, ডায়াবেটিকস সেন্টার, ফিজিওথেরাপী সেন্টার, খৎনা সেন্টার, বিশ্ব মানের স্বাস্থ্য সেবা মানুষের দ্বার প্রান্তে পৌঁছে দিতে আনোয়ারা শাখায় রয়েছে স্পেশালাইজড ডাক্তার চেম্বার।

গত এক বছর ধরে যেসব সেবাগুলো দিয়ে আসছিল সেগুলো হলো মেডিসিন, হৃদরোগ, নিউরোমেডিসিন, বক্ষব্যাধি ও এ্যাজমা, প্রসূতি ও স্ত্রীরোগ, ডায়াবেটিকস, চর্ম ও যৌন, অর্থোপেডিক্স, সার্জারী, নাক কান গলা, শিশুরোগ, ফিজিক্যাল, চক্ষু, মনোরোগ, দন্তরোগের।

রোগীদেরকে শতভাগ সেবা দেওয়ার দৃঢ় প্রত্যয় নিয়ে ডাক্তার, পল্লী চিকিৎসক, সাংবাদিকসহ সকলের সবোর্চ্চ সহযোগিতা কামনা করেন শেভরণ আনোয়ারা শাখার এমডি মীর মোশারফ হোসেন।

২৮শে নভেম্বর (শনিবার) ২য় বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রামের স্বনামধন্য চিকিৎসকগণ, শেভরণের পরিচালকগন, সাংবাদিক, পল্লী চিকিৎসক, সেবা গ্রহণকারীরা এবং শেভরণের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।

একুশে সংবাদ/এআরএম

চট্রগ্রাম প্রতিদিন বিভাগের আরো খবর