সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ডিআইইউতে প্রভাষকের ব্যক্তিগত ক্ষোভে শিক্ষার্থী হয়রানির অভিযোগ

একুশে সংবাদ প্রকাশিত: ০৬:১৮ পিএম, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের প্রভাষক আরিফ আহমেদের বিরুদ্ধে শিক্ষার্থীদের মানসিক নির্যাতন , অসদাচরণ ও ব্যক্তিগত ক্ষোভে নম্বর জালিয়াতির অভিযোগ উঠেছে। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য বরাবর একটি লিখিত অভিযোগও দিয়েছে ভুক্তভোগী শিক্ষার্থীরা৷

 

শনিবার (১৮ ফেব্রুয়ারী) বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে শিক্ষার্থীদের পক্ষ থেকে এ অভিযোগ করা হয়৷

 

 অভিযোগ পত্রে বল হয়েছে, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রভাষক আরিফ আহমেদ তার ব্যক্তিগত শত্রুতার জেরে প্রতিনিয়ত কিছু শিক্ষার্থীদের মানসিক নির্যাতন, অসদাচারণ ও ব্যক্তিগত ক্ষোভ মেটাতে পরীক্ষার খাতায় নম্বর জালিয়াতি করেন। বিভাগের কোন শিক্ষার্থী এ বিষয কিছু  বলতে গেলে নির্যাতনের মাত্রা আরও বাড়িয়ে দেওয়া হয়।

 

অভিযোগে আরো বলা হয়,ব্যক্তিগত ক্ষোভ মেটাতে এমন আচরন শিক্ষাথীদের মানসিক স্বাস্থ্য ঝুঁকিতে ফেলছে। তার বিমাতাসুলভ আচরণের বিপক্ষে বিভাগের কোন শিক্ষার্থী কিছু  বলতে গেলে নির্যাতনের মাত্রা আরও বাড়িয়ে দেওয়া হয়। এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযুক্ত শিক্ষকের অব্যহতি দাবি করেন তারা৷

 

ইংরেজি বিভাগ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে এ জাতীয় মৌখিক অভিযোগ আগেও এসেছে৷ তবে বিষয় নিয়ে তাকে সতর্ক করলেও তিনি বিষয়টি গুরুত্ব দেননি৷

 

এ বিষয়ে প্রভাষক আরিফ আহমেদ এর সাথে কথা হলে তিনি বলেন, কে বা কারা অভিযোগ করেছে বিষয়টি আমার জানা নেই৷ আমার সাথে কারো ব্যক্তিগত শত্রুতা নেই৷

 

এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক গণেশ চন্দ্র সাহার সাথে যোগাযোগ করা হলেও তিনি বিষয়টি এড়িয়ে যান৷

 

একুশে সংবাদ.কম/র.হ.র/বি.এস

ক্যাম্পাস বিভাগের আরো খবর