সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ইবি রক্তিমার নতুন কমিটি ঘোষণা

একুশে সংবাদ প্রকাশিত: ০৭:৫০ পিএম, ২২ মে, ২০২২
ছবি: সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) রক্তিমার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার (২২ মে) কমিটির আংশিক অনুমোদন দেওয়া হয়। উপদেষ্টা প্রফেসর ড. জাকির হোসেন ও প্রফেসর ড. মেহের আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির সভাপতি লোকপ্রশাসন বিভাগের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোয়াজ্জেম হোসাইন আদনান ও সাধারণ সম্পাদক উন্নয়ন অধ্যায়ন বিভাগের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শৈবাল নন্দী হিমু।

কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি উম্মে হাবিবা হ্যাপি ও কাজি মাহিন আহমেদ। যুগ্ম-সাধারণ সম্পাদক আরাফাত হোসেন ও সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান জীম আগামী এক বছরের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। আগামী এক মাসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

উল্লেখ্য, রক্তিমা বিশ্ববিদ্যালয়ের একটি সনামধন্য স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠন। তবে ফেসবুক পাবলিক গ্রুপের মাধ্যমে ইবির বাইরেও মাঝে মাঝে কার্যক্রম পরিচালনা করে থাকে। প্রতিষ্ঠা লাভের পর থেকে জরুরী সময়ে বিনামূল্যে রক্তের ব্যবস্থা করে সংগঠনটি।

 

 

একুশে সংবাদ/আ.হো/এস.আই
 

ক্যাম্পাস বিভাগের আরো খবর