সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

নোবিপ্রবিতে ইংরেজি বিভাগের ৫ম ব্যাচের ফেয়ারওয়েল অনুষ্ঠিত

একুশে সংবাদ প্রকাশিত: ০৭:৪৮ পিএম, ১৫ মার্চ, ২০২২
ছবি: একুশে সংবাদ

নোবিপ্রবি প্রতিনিধিঃ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ইংরেজি বিভাগের ৫ম ব্যাচের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার (১৪ মার্চ ২০২২) ইংরেজি বিভাগের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা হাজী মো. ইদ্রিস অডিটোরিয়ামে আলোচনা সভা, বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান  ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নোবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. মো. দিদার-উল-আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

ইংরেজি বিভাগের চেয়ারম্যান ড. শিরিন আক্তার এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘বিদায় মানে শেষ নয়, আরেকটি নতুন অধ্যায়ের সূচনা। এতে কেউ সাফল্য অর্জন করবে অবার অনেকেই করবেনা, কিন্তু জীবনে এগিয়ে যাওয়ার জন্য সবসময় মনোবল ধরে রাখতে হবে। তবেই লক্ষ্য অর্জন সম্ভব”। বিদায়ী শিক্ষার্থীদের জীবন সুন্দরভাবে পরিচালিত হোক এই প্রত্যাশা করেন তিনি। এসময় স্বাধীনতার মাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য। 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ভাষা শহীদ আবদুস সালাম হলেন প্রভোস্ট ড. মোঃ আনিসুজ্জামান, বিভাগের চেয়ারম্যান ড. শিরিন আক্তারসহ বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানে ইংরেজি বিভাগের ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশ নেয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


একুশে সংবাদ/রা/নারগিস

ক্যাম্পাস বিভাগের আরো খবর