সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ইউসিবি’র নতুন ক্যাম্পাসের প্রাক-উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত

একুশে সংবাদ প্রকাশিত: ০৮:৫৬ পিএম, ১৮ জুলাই, ২০২১

বাংলাদেশে মোনাশ কলেজ অস্ট্রেলিয়ার একমাত্র অংশীদার এবং শিক্ষা মন্ত্রণালয় অনুমোদিত একমাত্র ইন্টারন্যাশনাল এডুকেশন প্রোভাইডার ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবি) গতকাল (১৭ জুলাই) রাজধানীর গুলশান এলাকার এসএ টাওয়ারে (লেভেল ৩-৫) এর নতুন ক্যাম্পাসের প্রাক-উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করে। গুলশানের প্রাণকেন্দ্রে অবস্থিত ইউসিবি’র এই মনোরম ক্যাম্পাসে সকল প্রকার উন্নত ও আধুনিক সুযোগ-সুবিধা রয়েছে। ক্যাম্পাসটি আগামী মাসে উদ্বোধন করা হবে। এ উপলক্ষে প্রাক-উদ্বোধন মিলাদ ও ভক্তিমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং এসটিএস গ্রুপের গ্রুপ সিইও ড. সন্দীপ অনন্তনারায়ণ উপস্থিত ছিলেন। ইউসিবি’র সকল কর্মী, অনুষদ সদস্য এবং অন্যান্য কর্মকর্তারাও এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ ব্যাপারে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, “এটি এমন একটি সূচনা, যা ভবিষ্যতে অন্যদেরকেও পথ দেখাবে। আমি অত্যন্ত আনন্দিত যে, ইউসিবি এর যাত্রা আরম্ভ করেছে।” এসটিএস গ্রুপের গ্রুপ সিইও ড. সন্দীপ অনন্তনারায়ণ বলেন, “শিক্ষা মন্ত্রণালয় অনুমোদিত এবং আন্তর্জাতিক প্রোগ্রাম পরিচালনার অনুমোদনপ্রাপ্ত প্রথম শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশের ইতিহাসে উদাহরণ সৃষ্টি করেছে। মোনাশ কলেজের একমাত্র অংশীদার হিসেবে আমরা দেশের শিক্ষার্থীদের দুটো কোর্স অফার করছি, যা মোনাশ অস্ট্রেলিয়ার পথে তাদের যাত্রা শুরুর জন্য অত্যন্ত সহায়ক হবে। এই প্রথম কোনো ইন্টারন্যাশনাল এডুকেশন প্রোভাইডার দেশে এ ধরনের সুযোগ দিচ্ছে। 

উল্লেখ্য যে, ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবি) কিউএস ২০২১ র‌্যাঙ্কিং অনুযায়ী বিশ্বের শীর্ষ-৬০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় থাকা মোনাশ কলেজ অস্ট্রেলিয়ার সাথে অংশীদারিত্ব করেছে। এর ফলে, শিক্ষার্থীরা তাদের ও/এএস/এ-লেভেল/এইচএসসি ১ম বর্ষের পরপরই মোনাশ ইউনিভার্সিটির ডিগ্রি অর্জনের লক্ষ্যে তাদের যাত্রা শুরু করার অনন্য সুযোগ পাবেন। ইউসিবি’তে শিক্ষার্থীরা বিশ্বমানের শিক্ষা, একাডেমিক পাঠ্যক্রম এবং ফাউন্ডেশন প্রোগ্রাম শেষ করে মোনাশ ইউনিভার্সিটিতে অন্তর্ভুক্ত হওয়ার শতভাগ নিশ্চয়তা উপভোগ করবেন। এ ব্যাপারে বিস্তারিত জানতে শিক্ষার্থীরা ইউসিবি’র ওয়েবসাইট ( https://www.UCBbd.org ) ভিজিট করতে পারেন।

 

একুশে সংবাদ/বর্না

ক্যাম্পাস বিভাগের আরো খবর