সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

সারের মূল্যবৃদ্ধিতে কৃষি ও কৃষকের সংকট আরো বাড়বে: জাতীয় কৃষক সমিতি

একুশে সংবাদ প্রকাশিত: ০৩:১৩ পিএম, ৪ আগস্ট, ২০২২

 

জাতীয় কৃষক সমিতি সভাপতি মাহমুদুল হাসান মানিক ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম গোলাপ এক বিবৃতিতে জানান হঠাৎ করে ইউরিয়া, পটাশ সারের দাম বৃদ্ধির কারণে কৃষকরা মহাবিপদে পড়েছেন।

 

বৃহস্পতিবার (৪ আগষ্ট) এক বিবৃতিতে এ কথা জানান সংগঠনটি।

 

বিবৃতিতে বলা হয়েছে, কৃষক সমাজের অনেকেই রোপা আমন ধান চাষের খরচ বৃদ্ধির কারণে উৎপাদনে উৎসাহ হারিয়ে ফেলেছেন। যা দেশের খাদ্যনিরাপত্তা জন্য চরম হুমকি। এমনিতেই ভরা মৌসুমে আউশ ও রোপা আমন চাষে অনাবৃষ্টি ও খরার কারণে কৃষকের সেচের খরচ অনেক বেড়ে গেছে।

গরীব, প্রান্তিক, মধ্য ও বর্গাচাষিরা পড়েছেন মহাসংকটে।

 

এমতাবস্থায়, আইএমএফ-এর ঋণপ্রাপ্তির শর্তের চাপে সারের দাম বাড়ানোর সিদ্ধান্তকে নেতৃবৃন্দ আত্মঘাতি বলে উল্লেখ করেন।

 

খাদ্য নিরাপত্তার চলমান ধারা সচল রাখতে নেতৃবৃন্দ সারের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানায় সংগঠনটি। আন্তর্জাতিক মূল্যবৃদ্ধির চাপ সমন্বয় করতে নেতৃবৃন্দ কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি কৃষকের ব্যাংক একাউন্টে কৃষি উৎপাদনের অতিরিক্ত খরচের টাকা প্রদানের জন্য সরকারের কাছে জোর দাবি জানান। 

 

নেতৃবৃন্দ বলেন, কৃষি উৎপাদনের ধারা অব্যাহত রাখতে কৃষিমন্ত্রী সারের ওপর ভর্তুকি প্রদানের প্রতিশ্রুতি ইতোপূর্বে বহুবার দিয়েছিলেন।

 

একুশে সংবাদ.কম/জা.হা

কৃষি বিভাগের আরো খবর