সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

হাইব্রিট ভুট্টা চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন মাহিবুর

একুশে সংবাদ প্রকাশিত: ০৬:১৪ পিএম, ২৭ ডিসেম্বর, ২০২০

নরসিংদীতে ভুট্টার বাম্পার ফলন হয়েছে। নরসিংদী সদর উপজেলার কমলাপুর গ্রামের বিদেশ ফেরত মাহিবুর রহমান রব হাইব্রিট ভুট্টা চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন। প্রায় ৬০ বিঘা জমিতে হাইব্রিট ভুট্টা ফলিয়েছেন এই বিদেশ ফেরত যুবক।

জানা যায়, ৬০ বিঘা জমিতে ভুট্টার চাষে সাড়ে ৯ লাখ টাকা ব্যয় হয়েছে তার। ভুট্টার বাম্পার ফলন হওয়ায় প্রায় দ্বিগুণ লাভ গুনবেন বলে ধারনা করছেন তিনি। ফলন ভালো হওয়ায় তার সাথে কাজ করা চাষিদের মুখেও হাসি ফুটেছে।

রব জানান, ভুট্টার জমিতে ৫-৬ বার পানি দিতে হয়েছে। তার জন্য বড় পাম্প মেশিন বসানো হয়। পোকা দমনে ও আক্রমণ ঠেকাতে সময়োপযুগী কীটনাশক ও সার ব্যবহার করেন তিনি।

রব জানান, বিঘা প্রতি খরচ হয়েছে ১৭-১৮ হাজার টাকা, অথচ বিক্রি করা যাবে ৬০ হাজার টাকায়।

নরসিংদী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: মুকছেদ আলী জানান, এ বছর নরসিংদী জেলায় ৬.৭ হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে।

একুশে সংবাদ/সাইরু/এস
 

কৃষি বিভাগের আরো খবর