সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

বিশ্রামের বিষয়ে যা বললেন শরিফুল

একুশে সংবাদ প্রকাশিত: ০২:০৪ পিএম, ২৩ এপ্রিল, ২০২৪

ঘরের মাঠে সবশেষ সিরিজের তিন ফরম্যাটেই খেলেছেন পেসার শরিফুল ইসলাম। ওয়ানডে, টেস্ট কিংবা টি-২০ সব ফরম্যাটেই সমানতালে বোলিং করেছেন এই টাইগার পেসার। জাতীয় দলের খেলা শেষেও বসে নেই শরিফুল। এবারের চলমান ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলছেন তিনি।    

একজন পেসারের পর্যাপ্ত বিশ্রামের প্রয়োজন হয়। সেই হিসেবে বিশ্রামের প্রয়োজন রয়েছে শরিফুলের। তবে এই পেসার বলছেন, ম্যাচ খেললে ফিটনেস ভালো থাকে। গতকাল মিরপুরে গণমাধ্যমে নিজের বিশ্রাম ইস্যুতে শরিফুল বলেন, ‘স্যার আমাকে বলছিল তুমি যদি বিশ্রাম চাও, তো বিশ্রাম নিতে পারো।’ 

এরপর তিনি বলেন, ‘আমি বলছিলাম স্যার ঈদের পর যেহেতু খেলা নাই, আরো দুয়েকটা ম্যাচ খেললে হয়তো ফিটনেসটা আরো ভালো থাকবে। তো আমি খেলতে চাই। ইনশাআল্লাহ পরের ম্যাচে চিন্তা আছে আমি যেন বিশ্রাম নিতে পারি।’

বিশ্রামের ব্যাপারে শরিফুল আরো বলেন, ‘যেহেতু খেলতেছি। খেলার মধ্যে থাকলে ভালো। কিছুদিন আগে কয়েকদিন বিশ্রাম পেয়েছিলাম। তখন আসার পর একটু অন্যরকম লাগতেছিল। আমার মনে হয় অনুশীলনে থাকলে আরো ভালো।’

তীব্র গরম নিয়ে এ পেসার বলেন, ‘আপনারা দেখতে পাচ্ছেন অনেক গরম। আমাদের গরমের মধ্যে ওভাবেই খেলতে হবে। যেহেতু খেলাটা চলতেছে। আমরা ওই ভাবে চিন্তা করিনি যে এতটা গরম। আমাদের মাইন্ডে ছিল দুই তিন ওভার করে একটু বের হয়ে আবার যাবো।’

একুশে সংবাদ/এস কে  

 

খেলাধুলা বিভাগের আরো খবর