সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

১১ বছর পরে সেমিতে ডর্টমুন্ড

একুশে সংবাদ প্রকাশিত: ১১:২৪ এএম, ১৭ এপ্রিল, ২০২৪

সবশেষ ২০১২–১৩ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠেছিল বরুসিয়া ডর্টমুন্ড। দীর্ঘ ১১ বছর পরে আবারো টুর্নামন্টেটির শেষ চার নিশ্চিত করেছে জার্মান ক্লাবটি। চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠ থেকে ২-১ গোলে হেরে আসা দলটি উঠে গেলো সেমিফাইনালে। মঙ্গলবার ঘরের মাঠে দ্বিতীয় লেগে তারা ৪-২ গোলে জয় পেয়েছে। দুই লেগে ৫-৪ গোলের অগ্রগামিতায় মাদ্রিদ ক্লাবকে হটিয়ে ১১ বছর পর শেষ চারে পা রাখলো ডর্টমুন্ড।

সবশেষ ২০১৩ সালে সেমিফাইনালে খেলেছিল তারা, উঠেছিল ফাইনালেও। চিরপ্রতিদ্বন্দ্বী বায়ার্ন মিউনিখের কাছে ফাইনালে হেরে যায় তারা।

এদিন শুরুতেই মাদ্রিদের জালে বল জড়ানোর বিকল্প ছিল না ডর্টমুন্ডের সামনে। দ্বিতীয় লেগের প্রথমার্ধেই তারা দুই গোলে এগিয়ে যায়। ৩৪ মিনিটে ম্যাট হামেলসের পাস ধরে জুলিয়ান ব্র্যান্ডট জাল কাঁপালে দুই লেগের সমতা আসে। ৫ মিনিট পর কোয়ার্টার ফাইনালে লিড নেয় ডর্টমুন্ড। ইয়ান মাটসেন বাঁ দিক থেকে কাট করে নিখুঁত শটে দূরের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন।

ডর্টমুন্ড ডিফেন্ডার হামেলস ৪৯তম মিনিটে আত্মঘাতী গোল করেন। বদলি নামা অ্যাঞ্জেল কোরেয়া ৬৪তম মিনিটে গোল করে দুই লেগ মিলিয়ে ৪-৩ গোলে মাদ্রিদ ক্লাবকে লিড এনে দেন। তবে স্বাগতিকরা ঘুরে দাঁড়ায়। স্ট্রাইকার নিকলাস ফুলক্রুগ ৭১তম মিনিটে স্যাবিটাইজারের ক্রসে চমৎকার হেডে স্কোর ৪-৪ করেন।

ডর্টমুন্ড ভক্তরা গোলটি উদযাপন করে সিটে বসার আগেই আরেকবার গোলের উল্লাসে মাতেন। ৭৪তম মিনিটে বক্সের প্রান্ত থেকে বল জালে জড়িয়ে দর্শকদের আনন্দে ভাসান স্যাবিটাইজার। 

 

একুশে সংবাদ/এস কে

খেলাধুলা বিভাগের আরো খবর