সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

বায়ার্ন রাজত্বের অবসান ঘটিয়ে জার্মানির চ্যাম্পিয়ন লেভারকুসেন

একুশে সংবাদ প্রকাশিত: ১১:২৬ এএম, ১৫ এপ্রিল, ২০২৪

বায়ার্ন রাজত্বের অবসান ঘটিয়ে শিরোপা উঁচিয়ে ধরেছে বায়ার লেভারকুসেন।এই মৌসুমের পাঁচ ম্যাচ বাকি থাকতেই শিরোপা নিশ্চিত করেছে লেভারকুসেন। যা তাদের ক্লাবের ১২০ বছরের ইতিহাসে শীর্ষ লিগে এটিই প্রথম শিরোপা। যদিও এর আগে পাঁচবার ফাইনালে উঠেছিল তারা। কিন্তু শিরোপা স্পর্শ করতে পারেনি, প্রতিবারই রানার্সআপ হয়েছে।

ঘরের মাঠ বে অ্যারেনায় ভেরডার ব্রেমেনের মুখোমুখি হয়েছিল লেভারকুসেন। ম্যাচটিতে প্রতিপক্ষকে ৫–০ গোলে হারিয়েছে স্বাগতিকরা। এই জয়ে তাদের পয়েন্ট দাঁড়িয়েছে ২৯ ম্যাচে ৭৯।

অপরদিকে লিগ পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা বায়ার্ন মিউনিখের পয়েন্ট সমান ম্যাচে ৬৩। দুই দলের ব্যবধান ১৬ পয়েন্ট। স্বাভাবিকভাবেই পরের পাঁচ ম্যাচে হারলেও শীর্ষেই থাকবে জাভি আলোনসোর শিষ্যরা।

লেভারকুসেনের এমন বদলে যাওয়ার নেপথ্যে কারিগর জাভি। খেলোয়াড় হিসেবে বেশ নাম কুড়িয়েছেন তিনি, কোচ হিসেবেও এই স্প্যানিশের শুরুটা হলো স্বপ্নের মতো। ২০২২ সালে যখন ডাগআউটে বসেন, লেভারকুসেন তখন রেলিগেশন জোনে ধুঁকছে। সেখান থেকে ক্লাবটিকে ছয়ে এনে মৌসুম শেষ করেন তিনি।

চলতি মৌসুমে তো একেবারে অপ্রতিরোধ্যই বানিয়ে ফেলেন। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের ভেতর কেবল লেভারকুসেনই একমাত্র ক্লাব যারা এখনো পরাজয়ের মুখ দেখেনি। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত টানা ৪৩ ম্যাচ অপরাজিত তারা।    

মৌসুম শুরুর আগে খোদ লেভারকুসেন সমর্থকরাও হয়তো ভাবেননি আনকোরা আলোনসোর হাত ধরে স্বপ্ন পূরণ হবে। এর পাঁচবার কাছে গিয়েও এমন স্বাদ পায়নি, রানার্সআপ হয়েই শেষ করতে হয়েছে। সবশেষ কোনো শিরোপা জিতেছে ডিএফবি পোকালে। সেটারও তিন দশক পার হয়ে গেছে।

এই সময়ে কতই না বঞ্চনা, উপহাসের শিকার হতে হয়েছিল তাদের। বারবার ব্যর্থ হওয়ায় গায়ে জুটেছে ‘নেভারকুসেন’ (কখনো জেতে না) তকমা। সেই লেভারকুসেনই আজ জিতে দেখাল তাদের সবচেয়ে আকাঙ্ক্ষিত শিরোপাটি। গোল উৎসবের ম্যাচে ব্রেমেনের বিপক্ষে হ্যাটট্রিক করেন ফ্লোরিয়ান ভিতজ। বাকি দুটি গোল আসে গ্রানিত জাকা ও ভিক্টোর বোনিফেসের পা থেকে।

লিগ নিশ্চিতের পর লেভারকুসেন এখন ট্রেবল জয়ের স্বপ্ন বেশ ভালোভাবেই দেখতে পারে। ডিএফবি পোকালের ফাইনালে আগামী ২৫ মে দ্বিতীয় সারির দল কাইজারস্লটার্নের মুখোমুখি হবে তারা। ইউরোপা লিগে নিজেদের অন্যতম দাবিদার হিসেবেই রাখছে। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ওয়েস্টহ্যামকে হারিয়েছে ২-০ গোলে। তাই লেভারকুসেন সমর্থকদের স্বপ্ন দেখতে দোষ কি!

 

একুশে সংবাদ/এস কে

 

 

 

 

খেলাধুলা বিভাগের আরো খবর