সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ক্যান্সারের কাছে হার মানলেন তারকা ফুটবলার

একুশে সংবাদ প্রকাশিত: ০৪:০২ পিএম, ১২ এপ্রিল, ২০২৪

মরণব্যাধি ক্যান্সারের কাছে হার মেনে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন আমেরিকার সাবেক ফুটবলার ওরেনথাল জেমস সিম্পসন। তিনি প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

প্রাক্তন স্ত্রী ও বন্ধুকে হত্যা মামলায় জেল হয়েছিল ওজে সিম্পসনের। মৃত্যুর আগ পর্যন্ত কেমোথেরাপি নিচ্ছিলেন বলে এক বিবৃতিতে জানিয়েছে প্রো ফুটবল হল অফ ফেম।

সিম্পসনের পরিবার জানায়, মৃত্যুর সময় তার সন্তান এবং নাতি-নাতনিরা পাশে ছিলেন। খবর বিবিসির।

১৯৯৫ সালে প্রাক্তন স্ত্রী নিকোল ব্রাউন এবং তার বন্ধু রন গোল্ডম্যানকে হত্যার মামলা থেকে ওজে সিম্পসনের বেকসুর মুক্তি মিললে বিষয়টি তুমুল বিতর্কের জন্ম দিয়েছিল।

এর আগে ১৯৯৪ সালে লস অ্যাঞ্জেলেসে ব্রাউনের বাড়ির বাইরে এই দম্পতিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছিল। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হয়েছিল সিম্পসনকে।

২০০৮ সালে সশস্ত্র ডাকাতির অভিযোগে সিম্পসনকে কারাদণ্ড দেওয়া হয়েছিল। ২০১৭ সালে তিনি জেল থেকে ছাড়া পান। সান ফ্রান্সিসকোতে জন্মগ্রহণকারী সিম্পসন এনএফএলে খেলার আগে কলেজে খ্যাতি অর্জন করেছিলেন।


একুশে সংবাদ/এস কে
 

খেলাধুলা বিভাগের আরো খবর