সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

মাঠে ফিরেই মেসির গোল,তবুও মায়ামি জয়হীন

একুশে সংবাদ প্রকাশিত: ১২:৩২ পিএম, ৭ এপ্রিল, ২০২৪

চোটের কারণে ইন্টার মায়ামির হয়ে সবশেষ ৪ ম্যাচে খেলতে পারেননি লিওনেল মেসি। তার অনুপস্থিতিতে জয়হীন ছিল ইন্টার মায়ামি। এবার ইনজুরি কাটিয়ে একাদশে ফিরলেন লিও, করেছেন গোলও। তবুও দলকে জয় উপহার দিতে পারেননি।

রোববার ভোরে নিজেদের ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে কলোরাডোর বিপক্ষে মাঠে নামে মায়ামি। ম্যাচটি শেষ হয় ২-২ সমতায়। এ ড্রয়ের পর মেজর লিগ সকারে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে আছে মায়ামি। ৮ ম্যাচে তাদের পয়েন্ট ১২।

এদিন ম্যাচের প্রথমার্ধের শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল পায় কলোরাডো। পিছিয়ে পড়া দলকে খেলায় ফেরাতে বিরতির পরপরই মেসিকে নামায় মায়ামি। মাঠে নামার ১২ মিনিটের মধ্যে গোল করে পিছিয়ে থাকা মায়ামিকে সমতাতেও ফেরান মেসি। 

এর মিনিট তিনেক পর মায়ামিকে লিড এনে দেন লিওনার্দো অ্যাফোনসো। যখন মনে হচ্ছিল, মেসির ফেরার দিনে দারুণ একটি জয় পেতে যাচ্ছে মায়ামি। তখনই অর্থাৎ নির্ধারিত সময়ের ২ মিনিট আগে গোল করে বসেন কোল বাসেত।

এরপর কোনো গোল না হওয়ায় শেষ পর্যন্ত ২-২ গোলের সমতায় শেষ হয় ম্যাচ।


একুশে সংবাদ/এস কে

খেলাধুলা বিভাগের আরো খবর