সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের ভালো শুরু

একুশে সংবাদ প্রকাশিত: ১২:২৪ পিএম, ২ এপ্রিল, ২০২৪

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে নিজেদের প্রথম ইনিংসে ৫৩১ রান করা শ্রীলংকা দ্বিতীয় ইনিংসে ছয় উইকেটে ১৫৭ রানে ইনিংস ঘোষণা করেছে। প্রথম ইনিংসে ১৭৮ রানে গুটিয়ে যাওয়া বাংলাদেশকে ম্যাচ জিততে করতে হবে ৫১১ রান।

এ অবস্থায় চতুর্থ দিন প্রথম সেশনে কোনো উইকেট না হারিয়ে ৩১ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ম্যাচ জিততে টাইগারদের আরো ৪৮০ রান প্রয়োজন। হাতে আছে ১০ উইকেট।

বাংলাদেশের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন মাহমুদুল হাসান জয় ও জাকির হাসান। দুজনই খুব সাবধানে ইনিংস এগিয়ে নিয়েছেন। লাঞ্চ বিরতি পর্যন্ত জয় ১৯ ও জাকির ১১ রানে অপরাজিত আছেন।

এর আগে ছয় উইকেটে ১০২ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে শ্রীলংকা। দিনের শুরুতেই ফিফটি তুলে নেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ। সাকিবের শিকারে পরিণত হওয়ার আগে দলের পক্ষে সর্বোচ্চ ৫৬ রান করেন তিনি।

এরপর প্রবাথ জয়সুরিয়া ও বিশ্ব ফার্নান্দো দলকে এগিয়ে নেন। ১৫৭ রানে পৌঁছাতেই ইনিংস ঘোষণা করেন লংকান অধিনায়ক ধনঞ্জয় ডি সিলভা। ফলে ৫১১ রানের বিশাল লক্ষ্য পায় বাংলাদেশ।

একুশে সংবাদ/এস কে

 

খেলাধুলা বিভাগের আরো খবর