সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

৭ উইকেটে ৪৭৬ রান নিয়ে চা-বিরতিতে শ্রীলংকা

একুশে সংবাদ প্রকাশিত: ০৩:৩৩ পিএম, ৩১ মার্চ, ২০২৪

বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে দ্বিতীয় দিনের চা-বিরতি পর্যন্ত ১৪৪ ওভারে ৭ উইকেটে ৪৭৬ রান করেছে সফরকারী শ্রীলংকা।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম দিন শেষে লংকানদের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৩১৪ রান।

আজ, দ্বিতীয় দিন প্রথম সেশনে ১ উইকেট হারিয়ে ৯৭ রান যোগ করেছে শ্রীলংকা। ৩৪ রান নিয়ে খেলতে নেমে স্পিনার সাকিব আল হাসানের শিকার হন ৫টি চার ও ২টি ছক্কায় ৫৯ রান করা দিনেশ চান্ডিমাল। পঞ্চম উইকেটে চান্ডিমাল-অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা ৮৬ রানের জুটি গড়েন।

ষষ্ঠ উইকেটে কামিন্দু মেন্ডিসের সাথে ৩৬ রানের বেশি যোগ করতে পারেননি ধনাঞ্জয়া। ৬টি চার ও ২টি ছক্কায় ৭০ রান করে পেসার খালেদ আহমেদের শিকার হন ধনাঞ্জয়া।

ধনাঞ্জয়া ফেরার পর প্রবাথ জয়সুরিয়াকে নিয়ে ৬৫ রানের জুটি গড়েন কামিন্দু। চা-বিরতির ১৩ বল আগে জয়সুরিয়াকে বক্তিগত ২৮ রানে বিদায় করেন সাকিব। এরপর বিশ^ ফার্নান্দোকে নিয়ে দ্বিতীয় সেশন শেষ করেন কামিন্দু।

৫টি চারে কামিন্দু ৫৪ ও ফার্নান্দো শূন্য রানে অপরাজিত আছেন। বাংলাদেশের সাকিব ৩টি, হাসান মাহমুদ ২টি ও খালেদ ১টি উইকেট নেন। 

 

একুশে সংবাদ/স্ব ব/বিএইচ

খেলাধুলা বিভাগের আরো খবর