সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

চট্টগ্রাম টেস্ট রেখে অস্ট্রেলিয়ায় যাচ্ছেন হাথুরুসিংহে

একুশে সংবাদ প্রকাশিত: ০৫:৩৮ পিএম, ২৭ মার্চ, ২০২৪

সিলেট টেস্টে শ্রীলংকার বিপক্ষে পাত্তাই পায়নি বাংলাদেশ দল। ব্যাটিং ব্যর্থতায় চরম ভরাডুবি হয়েছে টিম টাইগার্সের। লঙ্কানদের ৫১১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩২৮ রানের পরাজয় বরণ করেছেন নাজমুল হোসেন শান্তর দল।

সিলেট টেস্ট এখন অতীত। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ভরাডুবির পর দ্বিতীয় টেস্ট ঘুরে দাঁড়ানোর মিশনে বাংলাদেশ। তবে এর আগেই দুঃসংবাদ টাইগার শিবিরে।

আগামী ৩০ মার্চ থেকে শুরু হওয়া চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের ড্রেসিংরুমে থাকছেন না প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। ব্যক্তিগত প্রয়োজনে জরুরি ভিত্তিতে অস্ট্রেলিয়ায় যাচ্ছেন এই লঙ্কান কোচ।

বুধবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যক্তিগত দরকারে জরুরি ভিত্তিতে অস্ট্রেলিয়ায় যেতে হচ্ছে হাথুরসিংকে। তার অবর্তমানে সহকারী কোচ নিক পোথাস প্রধান কোচের দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে ছুটি চলাকালীন সময়ে হাথুরুসিংহের চাহিদা ও ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সকলকে সম্মান রাখতে অনুরোধ করেছে বিসিবি।

একুশে সংবাদ/এস কে

 

খেলাধুলা বিভাগের আরো খবর