সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

এরা কেউ বাচ্চা ছেলে না: পাপন

একুশে সংবাদ প্রকাশিত: ০২:০৯ পিএম, ২৬ মার্চ, ২০২৪

মঙ্গলবার দুপুরে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আসেন নাজমুল হাসান পাপন। এ সময়ে সিলেটে দলের হার নিয়ে গণমাধ্যমের সামনে কথা বলেন তিনি। দলের হতাশাজনক পারফরম্যান্স ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এরা কেউ বাচ্চা ছেলে না।’

সিলেট টেস্ট ভরাডুবি নিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘সমস্যাটা হারা নিয়ে না। সমস্যা হচ্ছে যেভাবে তারা হেরেছে। যেভাবে তারা খেলেছে। তাদের এই মানসিকতা, মনোভাব, শট সিলেকশন, এটা জঘন্য, বিশ্রী ছিল। মনে হয়েছে হয় তারা খেলতে চায় না এই ফরম্যাটটা, অথবা অন্য কোনো সমস্যা। এটা নিয়ে আমরা কঠোর অবস্থানে আছি। হারা-জেতা নিয়ে একেবারে চিন্তিত নই। কিন্তু এই ধরণের শট সিলেকশন, এই ধরণের মানসিকতা এটা টেস্টে যায় না।’

ক্ষোভ প্রকাশ করে পাপন বলেন, ‘এরা কেউ বাচ্চা ছেলে না যে, হঠাৎ করে আজকে ওদেরকে মাঠে নামিয়ে দেওয়া হয়েছে। এই জিনিসটা বলে দিতে হবে। তারা প্রত্যেকে জানে। এই কারণে আমাদের মনটা খারাপ হয়েছে এবং সেটা নিয়েই কথা বলব। সেজন্য আজকে সবার সঙ্গে বসার জন্য এখানে আসছি।’

একুশে সংবাদ/এস কে

 

 

খেলাধুলা বিভাগের আরো খবর