সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ইডেনে পরপর ৫টি ম্যাচ খেলবে কেকেআর

একুশে সংবাদ প্রকাশিত: ০৭:১০ পিএম, ২৫ মার্চ, ২০২৪

আইপিএল ২০২৪ শুরু হয়ে গেলেও টুর্নামেন্টের পূর্ণাঙ্গ ক্রীড়াসূচি জানতে ক্রিকেটপ্রেমীদের অপেক্ষা করতে হল বেশ কিছুদিন। লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষিত হওয়ার পরে বিসিসিআই সেই মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চূড়ান্ত সূচি নির্ধারণ করে। 

প্রথম পর্বে টুর্নামেন্টের ১৫ দিনের জন্য ক্রীড়াসূচি ঘোষণা করা হয়েছিল। ১৫ দিনে ২১টি ম্যাচ কবে-কোথায়-কখন অনুষ্ঠিত হবে, স্পষ্ট হয়েছিল ছবিটা। উল্লেখযোগ্য বিষয় হল, আইপিএল ২০২৪-এর প্রথম ১৫ দিনে কলকাতা নাইট রাইডার্সের মোটে ৩টি ম্যাচ খেলার কথা। অবশেষে সোমবার চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পূর্ণাঙ্গ ক্রীড়াসূচি ঘোষিত হয়। ফলে নির্ধারিত হয়ে যায় কেকেআরের বাকি ম্যাচগুলির ক্রীড়াসূচি।

নাইট সমর্থকদের জন্য সুখবর হল, ১৪ থেকে ২৯ এপ্রিল, এই ১৫ দিনের মধ্যে কলকাতা নাইট রাইডার্স হোম গ্রাউন্ড ইডেন গার্ডেন্সে টানা ৫টি ম্যাচে মাঠে নামবে। অর্থাৎ, টানা ৫টি হোম ম্যাচ থেকে প্লে-অফে যাওয়ার রসদ জোগাড় করে নেওয়ার সুযোগ থাকছে কেকেআরের সামনে। 

দেখে নেওয়া যাক কলকাতা নাইট রাইডার্সের পূর্ণাঙ্গ ক্রীড়াসূচি:-
১. কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ- ২৩ মার্চ (কলকাতা, ৭টা ৩০)।

২. রয়্যাস চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম কলকাতা নাইট রাইডার্স- ২৯ মার্চ (বেঙ্গালুরু, ৭টা ৩০)।

৩. দিল্লি ক্যাপিটালস বনাম কলকাতা নাইট রাইডার্স- ৩ এপ্রিল (ভাইজ্যাগ, ৭টা ৩০)।

৪. চেন্নাই সুপার কিংস বনাম কলকাতা নাইট রাইডার্স- ৮ এপ্রিল (চেন্নাই, ৭টা ৩০)।

৫. কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস- ১৪ এপ্রিল (কলকাতা, ৩টে ৩০)।

৬. কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালস- ১৭ এপ্রিল (কলকাতা, ৭টা ৩০)।

৭. কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু- ২১ এপ্রিল (কলকাতা, ৩টে ৩০)।

৮. কলকাতা নাইট রাইডার্স বনাম পাঞ্জাব কিংস- ২৬ এপ্রিল (কলকাতা, ৭টা ৩০)।

৯. কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটালস- ২৯ এপ্রিল (কলকাতা, ৭টা ৩০)।

১০. মুম্বাই ইন্ডিয়ান্স বনাম কলকাতা নাইট রাইডার্স- ৩ মে (মুম্বাই, ৭টা ৩০)।

১১. লখনউ সুপার জায়ান্টস বনাম কলকাতা নাইট রাইডার্স- ৫ মে (লখনউ, ৭টা ৩০)।

১২. কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বাই ইন্ডিয়ান্স- ১১ মে (কলকাতা, ৭টা ৩০)।

১৩. গুজরাট টাইটানস বনাম কলকাতা নাইট রাইডার্স- ১৩ মে (আমদাবাদ, ৭টা ৩০)।

১৪. রাজস্থান রয়্যালস বনাম কলকাতা নাইট রাইডার্স- ১৯ মে (গুয়াহাটি, ৭টা ৩০)।
 

একুশে সংবাদ/এস কে

 

 

খেলাধুলা বিভাগের আরো খবর