সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

জিম্বাবুয়ে সিরিজের সূচি প্রকাশ করল বিসিবি

একুশে সংবাদ প্রকাশিত: ০৩:২৭ পিএম, ১৬ মার্চ, ২০২৪

পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে আগামী এপ্রিলে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে। জানা গেছে, ২৮ এপ্রিল ঢাকায় আসার কথা জিম্বাবুয়ের। এরপরেই সফরকারীরা চলে যাবে চট্টগ্রামে।এই সিরিজকে সামনে রেখে শনিবার চূড়ান্ত সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির সেই সূচি অনুযায়ী, সিরিজের প্রথম তিন টি-২০ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে ৩ মে। এক দিনের বিরতি দিয়ে ৫ মে দ্বিতীয় ও ৭ মে তৃতীয় টি-২০। প্রথম দুই ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়। বিকেল ৩টা থেকে শুরু হবে তৃতীয় টি-২০।

চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১০ মে সিরিজের চতুর্থ টি-২০তে মুখোমুখি হবে দুই দল। ম্যাচটি শুরুর সময় সন্ধ্যা ৬টা। তবে ১২ মে শেষ ম্যাচ শুরু হবে সকাল ১০টায়।

উল্লেখ্য, এই সিরিজ শেষ করেই যুক্তরাষ্ট্র সফরে যাবে বাংলাদেশ। স্বাগতিকদের বিপক্ষে ৩ ম্যাচের একটি টি-২০ সিরিজ খেলবে টাইগাররা। আগামী ২১ মে প্রথম টি-২০ দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। একদিন বিরতির পর সিরিজের দ্বিতীয় টি-২০ ২৩ মে। আর সিরিজের শেষ ও তৃতীয় টি-২০ ২৫ মে।

সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে টেক্সাসের হিউস্টনে প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে (পিভিসিসি)।

একুশে সংবাদ/এস কে

খেলাধুলা বিভাগের আরো খবর