সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

মাঠে ফেরা নিয়ে যা বললেন এবাদত

একুশে সংবাদ প্রকাশিত: ০৪:০৬ পিএম, ৬ মার্চ, ২০২৪

ইনজুরির কারণে লম্বা সময় ধরে  খেলা থেকে  দূরে আছেন বাংলাদেশের বোলার এবাদত হোসেন।যার জন্য এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো মেগা ইভেন্ট মিস করেছেন এই ডান হাতি বোলার। এ নিয়ে আক্ষেপ থাকলেও দ্রুতই ফিট হয়ে খেলায় ফিরতে মুখিয়ে আছেন ‘সিলেটের রকেট’ খ্যাত এ টাইগার পেসার। 

গত বছর ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে  দ্বিতীয় ওয়ানডেতে হাঁটুর ‘এসিআই গ্রেড ওয়ান’ ইনজুরিতে পড়েন এবাদত। এতে এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপ মিস করেন। এ সময় তিনি তার পায়ের অপারেশন করিয়ে নেন ইংল্যান্ড থেকে। তখনই জানানো হয়েছিল, অন্তত ৯ মাসের জন্য ছিটকে গেছেন তিনি।

সিলেটে চলছে বাংলাদেশ-শ্রীলংকার টি-২০ সিরিজ। এ ম্যাচ দেখতে স্টেডিয়ামে এসেছিলেন বাংলাদেশে স্যালুট ম্যান। শ্রীলংকার ইনিংসের বিরতিতে প্রেসিডেন্ট বক্সে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুসের সঙ্গে দেখা যায় তাকে। এ সময় ইবাদতকে জালাল বলেন, ‘তুমি আমাদের স্ট্রাইক বোলার ছিলে। এশিয়া কাপ-বিশ্বকাপে তোমাকে অনেক মিস করেছি।’

নিজের পুনর্বাসনপ্রক্রিয়া সম্পর্কে এবাদত বলেন, ‘পুনর্বাসনের তৃতীয় পর্যায়ে আছি। আমার পায়ে ৭০ শতাংশ স্ট্রেংথ বিল্ডআপ হয়েছে। আগামীকাল (গতকাল) থেকে আমার রানিং শুরু হবে ইনশা-আল্লাহ।’

তিনি আরো বলেন, ‘যত তাড়াতাড়ি সম্ভব আমার দৌড়ানোর তীব্রতা ৭০ থেকে ৮০ শতাংশ হলে শর্ট রানআপে বোলিং শুরু করব। এটা করতে যত দিন সময় লাগে। আশা করছি যে চার-পাঁচ সপ্তাহ।’

টি-২০ বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে এবাদত জানান, ‘এটা বলা মুশকিল। আমি যদি বলি বিশ্বকাপ খেলব আর যদি খেলতে না পারি তাহলে অনেকে বলবে যে, না আমি পুনর্বাসনের কাজ করিনি বা ভালো হয়নি (পুনর্বাসনের কাজ)। আমার প্রত্যাশা-লক্ষ্য আছে। যদি এর ভেতরে ফিরতে পারি, তো আলহামদুলিল্লাহ। তবে আমার চেষ্টা থাকবে।’

একুশে সংবাদ/এস কে

খেলাধুলা বিভাগের আরো খবর