সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

বাড়ছে না বিপিএলে দল

একুশে সংবাদ প্রকাশিত: ০৫:২৬ পিএম, ৫ মার্চ, ২০২৪

দেশের সবচেয়ে জমজমাট ফ্র্যাঞ্চাইজি লিগে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছে আরও চার দল। তবে আগামী মৌসুমেই বিপিএলে দল বাড়ার সম্ভাবনা নেই।

বিপিএলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক জানান, ফ্র্যাঞ্চাইজি এই টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য ইতোমধ্যেই আরও চার দল আবেদন করেছে। তিনি বলেন, ‘দল বাড়ানোটা খুব কঠিন। আমাদের কাছে ইতোমধ্যেই রাজশাহী, ময়মনসিংহ, নোয়াখালী, গাজীপুর আবেদন করে রেখেছে। আগামী বিপিএলেই যে আমরা আরেকটা দল বাড়াবো সেটা চ্যালেঞ্জিং।’

বিপিএলে দল কেনো বাড়ছে না-এমন প্রশ্নের জবাবে বিপিএলের সদস্য সচিব বলেন, ‘আমাদের কাছে চারটি দল আবেদন করে রেখেছে। আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সময় বের করা। জাতীয় দলের খেলার পর যে সময়টা বাকি থাকে সেটাতেই বিপিএলটা করতে হয়। একটা দল বাড়ানো মানে প্রায় ১০ টা দিন আরও বেশি লাগে।’

তিনি আরও বলেন, ‘অন্যান্য টি-টোয়েন্টি লিগে ফ্র্যাঞ্চাইজি ফি থাকে ১০-২০ কোটি। আমরা সেখানে নিচ্ছি দেড় কোটি। আমরা যদি ফি বাড়িয়ে দেয় তাহলে প্রফিট শেয়ার করতে সমস্যা নেই। আমরা ফি নেই দেড় কোটি টাকা, সেখান থেকে এমন আয়োজনের পর প্রফিট শেয়ার করা চ্যালেঞ্জিং।’
একুশে সংবাদ/এস কে

খেলাধুলা বিভাগের আরো খবর