সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের সূচি প্রকাশ

একুশে সংবাদ প্রকাশিত: ০৪:৪৫ পিএম, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪

আর দুই ম্যাচ পরই বিপিএলের দশম আসরের পর্দা নামবে। এরপর শ্রীলংকা ও জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে লড়বে টাইগারররা। অন্যদিকে নারী দলও বিশ্বকাপকে সামনে রেখে পার করবে ব্যস্ত সময়।সেই সুযোগে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া নারী দল। চলতি বছরই বাংলাদেশে অনুষ্ঠিত হবে নারী টি-২০ বিশ্বকাপ। কন্ডিশন, উইকেটের সঙ্গে মানিয়ে নেয়ার লক্ষ্যে বিশ্বকাপের আগে বাংলাদেশ সফর করবে অস্ট্রেলিয়া।

এরই মধ্যে সেই সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। এবার চূড়ান্ত হয়েছে সূচিও। সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে ২১ মার্চ। দুই দিন বিরতি দিয়ে দ্বিতীয় ওয়ানডে মাঠে গড়াবে ২৪ মার্চ। আর ২৭ মার্চ হবে সিরিজের শেষ ওয়ানডে। সবগুলো ম্যাচই হবে মিরপুর স্টেডিয়ামে, সকাল সাড়ে ৯টায়।

টি-২০ সিরিজও হবে মিরপুরে। বেলা ১২টায় শুরু হবে ম্যাচগুলো। ৩১ মার্চ হবে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে। ২ ও ৪ এপ্রিল হবে দ্বিতীয় ও শেষ টি-২০। ৫ এপ্রিল ঢাকা ছেড়ে যাবে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল।

একুশে সংবাদ/এস কে

খেলাধুলা বিভাগের আরো খবর