সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

মেসির রেকর্ড ভাঙলেন লেভানদোভস্কি

একুশে সংবাদ প্রকাশিত: ১২:৫৫ পিএম, ২২ ফেব্রুয়ারি, ২০২৪

মেসি পরবর্তী যুগে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে খেলার স্বাদ পেল বার্সেলোনা। সে ম্যাচে মেসিরই একটা রেকর্ড ভেঙেছেন রবার্ট লেভানদোভস্কি। তবু জয় পায়নি বার্সা। নাপোলির ওসিমেনের দেওয়া জবাবে ১-১ গোলে শেষ হয়েছে প্রথম লেগ।

ম্যাচের শুরুতে ভালোই ছিল বার্সেলোনা। চতুর্থ মিনিটে প্রথম শটটি নেন চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে সবচেয়ে কম বয়সে নকআউটে খেলার রেকর্ড গড়া লামিন ইয়ামাল। অপরদিকে ঘরের মাঠে খেলেও ৪৫তম মিনিটে একটি শট নিতে পারেনি নেপলসের দলটি।  

বার্সেলোনা এগিয়ে যায় ৬০তম মিনিটে। মৌসুমের শুরুতে ফর্ম হারিয়ে ফেলা লেভানদোভস্কি গুরুত্বপূর্ণ সময়ে নিজেকে ফিরে পেয়েছেন। পেদ্রির কাছ থেকে বলে পেয়ে এক ডিফেন্ডারকে ভুল পথে পাঠিয়ে নিচু শটে জালে জড়ান লেভানদোভস্কি। তাতে মেসির বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়নস লিগ নকআউটে সবচেয়ে বেশি বয়সে গোলের রেকর্ড (৩৩ বছর ২৫৯ দিন) ভেঙেছেন লেভানদোভস্কি।

গোলের পরেই ছন্দ হারিয়ে ফেলে বার্সেলোনা। ফল, ৭৫তম মিনিটে ভিক্টর ওসিমেনের গোল। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় শেষ ষোলোর প্রথম লেগে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে দুদলকে।

একুশে সংবাদ/এস কে

খেলাধুলা বিভাগের আরো খবর