সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

রউফকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ, দিয়েছে নিষেধাজ্ঞা

একুশে সংবাদ প্রকাশিত: ০৭:৫৬ পিএম, ১৫ ফেব্রুয়ারি, ২০২৪

গত বছরের শেষদিকে অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল পাকিস্তান। ওই সফরের আগে দল থেকে নিজেকে সরিয়ে নেন হারিস রউফ। স্কোয়াড ঘোষণার কিছুক্ষণ আগে তার এমন সিদ্ধান্তে খুশি হতে পারেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যে কারণে রউফকে এবার কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দিল তারা।কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়ার পাশাপাশি রউফকে বিদেশি লিগে খেলার ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়েছে পিসিবি। আগামী জুন নাগাদ তাকে বিদেশি লিগে খেলার অনাপত্তিপত্র দেবে না বোর্ড। খবর ক্রিকবাজের।

মূলত ওয়ার্কলোড কমাতে অস্ট্রেলিয়া সফর থেকে সরে দাঁড়িয়েছিলেন রউফ। ওই সময় দলে ছিলেন না নাসিম শাহ। যে কারণে অনভিজ্ঞ পেস অ্যাটাক নিয়ে অজিদের ডেরায় যেতে হয় শান মাসুদের দলকে। ৩ ম্যাচের সিরিজে তারা হারে ৩-০ ব্যবধানে।দল ঘোষণার সময় প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজ বলেছিলেন, ‘রউফ সম্মতি দিয়েছিল, কিন্তু পরে ও সিদ্ধান্ত পরিবর্তন করে। কারণ ও ফিটনেস এবং কাজের চাপ নিয়ে চিন্তিত ছিল।’

রিয়াজ আরও বলেন, ‘ও অস্ট্রেলিয়ায় ভালো না খেললে আমি তাকে ছাড় দিতে প্রস্তুত ছিলাম। কিন্তু রউফ রাজি ছিল না।’


একুশে সংবাদ/এস কে 

খেলাধুলা বিভাগের আরো খবর