সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

১৭ বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ রিজওয়ান

একুশে সংবাদ প্রকাশিত: ০৪:৪১ পিএম, ১৫ ফেব্রুয়ারি, ২০২৪

সব ধরনের ক্রিকেট থেকে সাড়ে ১৭ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন ক্রিকেটার রিজওয়ান জাভেদ। তিনি যুক্তরাজ্যভিত্তিক ক্লাব ক্রিকেটার। তাকে সহ ৮ ক্রিকেটারকে গত বছরের সেপ্টেম্বরে আইসিসি থেকে জেরা করা হয়।

সেই ৮ ক্রিকেটারের মাঝে বাংলাদেশের নাসির হোসেনও আছেন। যিনি বর্তমানে দুই বছরের জন্য নিষিদ্ধ আছেন। নাসিরের মতো রিজওয়ানও ২০২১ সালে আবু ধাবি টি-টেন লিগে আইসিসির দুর্নীতিবিরোধী পাঁচটি ধারা ভেঙেছেন।

রিজওয়ান তার বিরুদ্ধে আনা অভিযোগের বিরুদ্ধে নিজেকে নির্দোষ প্রমাণে ব্যর্থ হয়েছেন। তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর যেসব প্রমাণিত হয়েছে সেগুলোর মাঝে আলাদাভাবে তিনবার ২০২১ সালের আবু ধাবি টি-টেন লিগে ম্যাচের মাঝে ফিক্সিং করার চেষ্টা ও অন্য সতীর্থকে এই দুর্নীতি করার প্রস্তাব দেওয়া উল্লেখযোগ্য।

২০২৩ সালের ১৯ সেপ্টেম্বর থেকে রিজওয়ানের এই শাস্তি কার্যকর হবে। এ বিষয়ে আইসিসির জেনারেল মানেজার অ্যালেক্স মার্শাল বলেছেন, বারংবার প্রফেশনাল ক্রিকেটারদের প্ররোচিত করার পাশাপাশি নিজেও দুর্নীতি করায় রিজওয়ানকে লম্বা সময়ের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

একুশে সংবাদ/এস কে

খেলাধুলা বিভাগের আরো খবর