সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

স্টেডিয়ামে বজ্রপাতে প্রাণ হারালেন ফুটবলার

একুশে সংবাদ প্রকাশিত: ০৩:৫৫ পিএম, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভার বান্দুংয়ে চলছিল এক প্রীতি ম্যাচ। সিলিওয়াঙ্গি স্টেডিয়ামে খেলা চলাকালীন সময় হঠাৎ করেই বজ্রপাত আঘাত হানে। এ সময় সঙ্গে সঙ্গে এক ফুটবলার প্রাণ হারান।

শনিবার (১০ ফেব্রুয়ারি) এফএলও এফসি বান্দুং ও এফবিআই সুবাংয়ের প্রীতি ম্যাচ চলাকালীন এই ঘটনা ঘটে। এতে ৩৫ বছর বয়সী ফুটবলার সেপ্তাইন রাহারজার প্রাণহানী ঘটে।

জানা গেছে, ম্যাচ চলাকালীন সুবাংয়ের ফুটবলার সেপ্তাইন রাহারজার শরীরে হঠাৎ বজ্রপাত আঘাত করে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। হতবাক হয়ে যান তার সতীর্থরা।

ইন্দোশিয়ার সংবাদমাধ্যম জানায়, বজ্রপাতের আঘাত পাওয়ার পরও শ্বাস চলছিল সেই ফুটবলারের। তাকে তাৎক্ষনিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু এর পরপরই মারা যান তিনি।

এর আগেই ইন্দোনেশিয়ায় বজ্রপাতে ফুটবলার আঘাত পাওয়ার নজির রয়েছে। ২০২৩ সালে সোয়েরাতিন অনূর্ধ্ব-১৩ কাপ চলাকালে পশ্চিম জাভার বোজোনেগোরোর এক তরুণ ফুটবলারকে আঘাত করে বজ্রপাত।

তখন কার্ডিয়াক অ্যারেস্টের শিকার হন তিনি। পরবর্তীতে হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো হলে ২০ মিনিট পর জ্ঞান ফেরে তার।

একুশে সংবাদ/এস কে

খেলাধুলা বিভাগের আরো খবর