সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

২৪ বছর বয়সেই নিভে গেল সম্ভাবনাময়ী তারা

একুশে সংবাদ প্রকাশিত: ০১:০৭ পিএম, ১২ ফেব্রুয়ারি, ২০২৪

চলতি বছরের জুলাইয়ে ফ্রান্সের প্যারিসে গড়াবে অলিম্পিকের আসর। যেখানে কেনিয়ার হয়ে প্রতিনিধিত্ব করার কথা ছিল কেলভিন কিপটামের। কিন্তু ভয়ংকর এক গাড়ি দুর্ঘটনায় নিভে গেল ২৪ বছর বয়সী সম্ভাবনাময়ী এই তারার জীবন।শুধু কিপটামের একাই নন, দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তার কোচ গারভাইস হাকিজিমানারও। খবর রয়টার্সের।

বার্তা সংস্থাটি জানিয়েছে, স্থানীয় সময় রোববার রিফট ভ্যালিতে এক গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুজন। ২০২৩ সালের অক্টোবরে ম্যারাথনের বিশ্ব রেকর্ড গড়েছিলেন কিপটামের। স্বদেশী এলিউদ কিপচোগের রেকর্ড ভেঙে শিকাগো ম্যারাথন জিতেছিলেন ২ ঘণ্টা ৩৫ সেকেন্ডে। প্রথম কোনো অ্যাথলেট হিসেবে ২ ঘণ্টা ১ মিনিটের নিচে ম্যারাথন শেষ করার কীর্তি গড়েছিলেন এই কেনিয়ান।

মাত্র এক বছরেই ম্যারাথন ইতিহাসের সেরা সাতটি টাইমিংয়ের তিনটি করা কিপটামকে আগামী প্যারিস অলিম্পিকের জন্য ফেবারিট ভাবা হচ্ছিল। স্বপ্ন দেখছিলেন প্রথম কোনো অ্যাথলেট হিসেবে ২ ঘণ্টার কম সময়ে ম্যারাথন শেষ করবেন। কিন্তু সে স্বপ্নটা অপূর্ণ থাকল তার। 

বিশ্ব অ্যাথলেটিকসের প্রেসিডেন্ট সেবাস্তিয়ান কো এক বিবৃতিতে জানিয়েছেন, ‘কেভিন কিপটাম ও তার কোচ গারভাইস হাকিজিমানার মর্মান্তিক মৃত্যুর খবরে আমরা শোকাহত। বিশ্ব অ্যাথলেটিকসের পক্ষ থেকে তাদের পরিবার, পরিজন এবং কেনিয়ার প্রতি আন্তরিক সহানুভূতি জানাই। ছাপ রেখে যাওয়া এক অ্যাথলেট বিদায় নিলেন, তার অভাব বোধ করব আমরা।’

একুশে সংবাদ/এস কে

খেলাধুলা বিভাগের আরো খবর