সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

বড় ব্যবধানে জিতল ইন্টার মায়ামি

একুশে সংবাদ প্রকাশিত: ০৬:৩৯ পিএম, ৪ ফেব্রুয়ারি, ২০২৪

ইন্টার মায়ামির প্রাক মৌসুম প্রস্তুতি পর্বটা ভালো যাচ্ছিল না। সৌদি আরবে দুই ম্যাচেই পরাজয়ের তিক্ত স্বাদ পেয়েছিল তারা। এবার অবশ্য মায়ামির ভাগ্য বদলেছে। রোববার (৪ ফেব্রুয়ারি) এশিয়া সফরের শেষ ম্যাচে মেসি-সুয়ারেজকে ছাড়াই হংকং একাদশকে ৪-১ গোলে হারিয়েছে মেজর লিগ সকারের দলটি।

মেসি-সুয়ারেজবিহীন মায়ামিকে প্রথম গোলের জন্য ৪০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। রবার্ট টেলরের গোলে প্রথম লিড পায় তারা। ৩ মিনিট পরই হংকং একাদশ সমতায় ফিরলে প্রথমার্ধ শেষ হয় ১-১ ড্রয়ে। সমতায় থেকে দ্বিতীয়ার্ধে মায়ামি নামলেও মাঠে নামেননি মেসি-সুয়ারেজরা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পেয়ে যায় তারা। ৫০ মিনিটে মায়ামিকে এগিয়ে দেন লসন কনারি সান্ডারল্যান্ড। ৬ মিনিট পর স্কোরলাইন ৩-১ করেন লিওনার্দো কাম্পানা। ম্যাচের শেষদিকে ৮৫ মিনিটে মায়ামির পক্ষে ব্যবধান ৪-১ করেন রায়ান সেইলর।

পুরো ম্যাচে মায়ামি কোচ সাতজন খেলোয়াড় পরিবর্তন করলেও মেসি কিংবা সুয়ারেজকে বদলি হিসেবেও মাঠে নামাননি। অথচ ম্যাচের আগের দিন মেসির অনুশীলন দেখতেই হাজারো সমর্থকের ঢল নেমেছিল হংকং স্টেডিয়ামে। ধারণা করা হচ্ছে, চোটের কারণে বিশ্বকাপজয়ী এই ফুটবলারকে খেলাননি মায়ামি কোচ।

একুশে সংবাদ/এস কে

খেলাধুলা বিভাগের আরো খবর