সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

প্রথম রাউন্ডেই বিদায় নিলেন চ্যাম্পিয়ন ভনদ্রোসাভার

একুশে সংবাদ প্রকাশিত: ১২:৪৭ পিএম, ১৫ জানুয়ারি, ২০২৪

বেজে উঠেছে অস্ট্রেলিয়ান ওপেনের দামামা। যেখানে নারী এককে প্রথম রাউন্ডেই ঘটেছে অঘটন। উইম্বলডনের সবশেষ আসরের চ্যাম্পিয়ন মারকেতা ভনদ্রোসোভা বিদায় নিয়েছেন প্রথম রাউন্ড থেকেই।

চেক প্রজাতন্ত্রের তারকা ভনদ্রোসাভার হেরেছেন এমন একজনের কাছে যিনি ছিলেন না আলোচনায়। ইউক্রেনের অবাছাই খেলোয়াড়ের দায়ানা ইয়াস্ত্রেমস্কার কাছে ভনদ্রোসোভার হার ৬-১, ৬-২ গেমে।

মেলবোর্ন পার্কে অস্ট্রেলিয়ান ওপেনে ইয়াস্ত্রেমস্কার সেরা সাফল্য ২০১৯ সালে তৃতীয় রাউন্ডে খেলা। এবার কতদূর যেতে পারেন সেটা সময়ই বলে দেবে।

গত বছরের জুলাইয়ে উইম্বলডন জেতেন উন্মুক্ত যুগে প্রথম অবাছাই হিসেবে খেলতে আসা চেক প্রজাতন্ত্রের মারকেতা ভনদ্রোসোভা। র‍্যাংকিংয়ের ৪২ নম্বর হিসেবে খেলতে এসে ফাইনালে হারিয়ে দেন উনস জাবেউরকে। আর এবার ৯৩তম ইয়াস্ত্রেমস্কার কাছে হেরে গেলেন ২৪ বছর বয়সী ভনদ্রোসোভা।

এর আগে গত সপ্তাহে অ্যাডিলেড ইন্টারন্যাশনালে ওয়ার্ম আপ ম্যাচে আঘাত পেয়ে মাঠ ছাড়েন ভনদ্রোসোভা। আজকের ম্যাচেও তার প্রভাব লক্ষ্য করা গেছে। প্রতিপক্ষ এর সুযোগ দারুণ ভাবেই কাজে লাগিয়েছে।

হারের পর ভনদ্রোসাভার বলেন, ‘টুর্নামেন্ট শুরুর আগে খুব বেশি অনুশীলন করতে পারিনি। কারণ আমি ইনজুরিতে ছিলাম। সে (ইয়াস্ত্রেমস্কা) ভালো খেলেছে, আমি ভালো খেলতে পারিনি বলেই হেরেছি।’

 
একুশে সংবাদ/এস কে 

খেলাধুলা বিভাগের আরো খবর