সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

৪৯ বলে সোহানের সেঞ্চুরি

একুশে সংবাদ প্রকাশিত: ০৫:০৬ পিএম, ২৮ ডিসেম্বর, ২০২৩

বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন হাবিবুর রহমান সোহান। বৃহস্পতিবার বিসিএল ওয়ানডের একাদশতম আসরের তৃতীয় রাউন্ডে উত্তরাঞ্চলের হয়ে মধ্যাঞ্চলের বিপক্ষে এই রেকর্ড গড়েন সোহান।

কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে উত্তরাঞ্চলকে ২০২ রানের লক্ষ্য দেয় মধ্যাঞ্চল। ম্যাচটিতে উত্তরাঞ্চলের হয়ে লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাট হাতে ঝড় তোলেন সোহান।

এদিন ৭টি করে চার-ছয়ের মারে ৪৯ বলে তিন অংকের ম্যাজিক ফিগার স্পর্শ করেন সোহান। এতেই রেকর্ড বইয়ে নিজের নাম উজ্জ্বল করেন এই ডানহাতি ব্যাটার।

বাংলাদেশের হয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির আগের রেকর্ডটি ছিল মাশরাফী বিন মোত্তর্জার দখলে। ২০১৬ সালে ফতুল্লায় কলাবাগান ক্রীড়া চক্রের হয়ে শেখ জামাল ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৫০ বলে সেঞ্চুরি করেছিলেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।

১৮টি লিস্ট ‘এ’ ম্যাচের ক্যারিয়ারে এটি সোহানের দ্বিতীয় শতক। সেঞ্চুরি করে সোহান থামেন ১১৭ রানে। ৬১ বলের ইনিংসে বাউন্ডারি থেকে তুলেছেন ৯০ রান। যেখানে ৬টি ছক্কার সঙ্গে চারও ৯টি।

একুশে সংবাদ/এস কে  

খেলাধুলা বিভাগের আরো খবর