সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

এলমাসকে দলে নিল লিপজিগ

একুশে সংবাদ প্রকাশিত: ০৩:০১ পিএম, ২৮ ডিসেম্বর, ২০২৩

মিডফিল্ডার এলিফ এলমাসকে ইতালিয়ান চ্যাম্পিয়ন নাপোলি থেকে দলে ভেড়ানোর ঘোষনা দিয়েছে জার্মান বুন্দেসলিগা ক্লাব লিপজিগ।

আইকনিক মিডফিল্ডার এমিল ফোর্সবার্গের সাথে সম্পর্কের অবসান হলে ২৪ বছর বয়সী এলমাসকে নেবার সিদ্ধান্ত নেয় লিপজিগ। ২০১৫ সালে লিপজিগে যোগ দেয়া ফোর্সবার্গ বুন্দেসলিগায় ক্লাবকে উন্নীত করার ক্ষেত্রে অনবদ্য ভূমিকা রেখেছেন। গত সপ্তাহে জার্মান ক্লাব ছেড়ে তিনি নিউ ইয়র্ক রেড বুলসে যোগ দিয়েছেন।

এই মুহূর্তে বুন্দেসলিগা টেবিলের চতুর্থ স্থানে থাকা লিপজিগ জানিয়েছেন ২ জানুয়ারি এলমাস ক্লাবের যোগ দিতে যাচ্ছেন। জার্মান গণমাধ্যমের দাবী ২৩ মিলিয়ন ইউরোতে এলমাস দলবদল করেছেন।

ক্লাবের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘চার বছরের চুক্তিতে তিনি নাপোলি থেকে যোগ দিয়েছেন। ২০২৮ সাল পর্যন্ত তার সাথে চুক্তি করেছে লিপজিগ।’

নর্থ মেসিডোনিয়ার এলমাস ২০১৯ সালে ফেনারবাচ থেকে নাপোলিতে যোগ দিয়েছিলেন। সিরি-এ জায়ান্টদের হয়ে তিনি ১৪৩ ম্যাচ খেলেছেন, গত মৌসুমে লিগ শিরোপা জয় করেছেন।’

এদিকে এক বিবৃতিতে এলমাস বলেছেন, ‘লিপজিগের হয়ে বুন্দেসলিগায় খেলার স্বপ্ন শেষ পর্যন্ত সত্যি হতে যাচ্ছে।’

একুশে সংবাদ/এস কে 

খেলাধুলা বিভাগের আরো খবর