সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

প্রোটিয়াদের কাছে সিরিজ হার টাইগ্রেসদের

একুশে সংবাদ প্রকাশিত: ০৩:১১ পিএম, ২৪ ডিসেম্বর, ২০২৩

বেনোনিতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ২১৬ রানের বড় পরাজয়ে সিরিজ জয়ের সুযোগ হাতছাড়া হয়েছে বাংলাদেশের। ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে নিলো প্রোটিয়া মেয়েরা।

বেনোনির উইলোমোর পার্কে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ৩১৬ রানের বিশাল সংগ্রহ গড়ে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। দুই ওপেনার লরা উলভার্ট আর তাজমিন ব্রিটসের ব্যাটে আসে দুর্দান্ত দুই সেঞ্চুরি। এরপর অ্যানিকি বসের সঙ্গে দ্রুত রান তোলেন শুন লুস। এই জুটি থেকে আসে ৪৮ রান। বাংলাদেশের পক্ষে রাবেয়া খান ৪৯ রান খরচ করে তুলে নেন ২টি উইকেট।

জবাব দিতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় নিগার সুলতানার দল। ২৮ রানের মধ্যেই ফেরেন টপ অর্ডারের চার ব্যাটার। এরপর ঋতুমনির ৩৩ ছাড়া আর কেউই ভালো করতে পারেননি। ৩১ ওভার ১ বলে মাত্র ১০০ রানে গুটিয়ে যায় বাংলাদেশের মেয়েরা।

উল্লেখ্য, প্রথম ওয়ানডেতে ১১৯ রানে জেতে টাইগ্রেসরা। দ্বিতীয় ওয়ানডেতে ৮ উইকেটে হার মানে তারা।


একুশে সংবাদ/ম.স.প্র/জাহা

খেলাধুলা বিভাগের আরো খবর