সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ভারতকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ

একুশে সংবাদ প্রকাশিত: ১২:২৬ পিএম, ১৫ ডিসেম্বর, ২০২৩

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দারুণ ছন্দে আছে বাংলাদেশ। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে দলটি। ফাইনালে ওঠার লড়াইয়ে আজ ভারতের মুখোমুখি হয়েছে তারা।

দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস ভাগ্য পাশে পেয়েছেন মাহফুজুর রহমান রাব্বি। টস জিতে বাংলাদেশ অধিনায়ক নিয়েছেন আগে বোলিংয়ে সিদ্ধান্ত। 

সংযুক্ত আরব আমিরাতকে ৬১ রানে হারিয়ে এবারের যুব বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। পরের ম্যাচে ৯ উইকেটের জয়ে তারা উড়িয়ে দেয় জাপানকে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৬ উইকেটে জেতে বাংলাদেশ।

‘এ’ গ্রুপের রানার্স-আপ ভারত। আফগানিস্তানের বিপখে ৭ উইকেটের জয় দিয়ে আসর শুরু করে তারা। কিন্তু পরের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে হেরে যায় ৮ উইকেটে। নেপালকে ১০ উইকেটে হারিয়ে শেষ চারে খেলা নিশ্চিত করে এই টুর্নামেন্টের রেকর্ড আটবারের চ্যাম্পিয়নরা।

 একুশে সংবাদ/এস কে  

খেলাধুলা বিভাগের আরো খবর