সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

রোনালদোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মামলা

একুশে সংবাদ প্রকাশিত: ০১:৩৯ পিএম, ৩০ নভেম্বর, ২০২৩

যুক্তরাষ্ট্রের একটি আদালতে পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর বিরুদ্ধে মামলা করা হয়েছে। বিতর্কিত ডিজিটাল মুদ্রা বিনিয়োগ প্রতিষ্ঠান (ক্রিপ্টোকারেন্সি) বিনান্সের প্রচারণার অভিযোগে এই মামলা করা হয়।

গত ২৭ নভেম্বর ফ্লোরিডার ডিস্ট্রিক্ট কোর্টে ভুক্তভোগীদের পক্ষে তিনজন বাদী এই মামলার আবেদন করেন।

মামলার বাদীরা হলেন- মিখায়েল সিজমোর, মিকি ভোংদারা এবং গর্ডন লুইস।

মামলা বাদীরা জানান, তারকা এই ফুটবলার অস্বীকৃত ‘বিনান্স’ প্রতিষ্ঠানের প্রচারণা, বিনিয়োগ কিংবা কাজে সহায়তা করেছেন। রোনালদোর প্রচারণায় উদ্বুদ্ধ হয়ে তারা ওই প্রতিষ্ঠানে বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, রোনালদোর জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে অবৈধ প্রতিষ্ঠানটি বড় অঙ্ক হাতিয়ে নিয়েছে। রোনালদোর বড় অঙ্কের অনলাইন অনুসারী এ ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে। বাদীরা বলছেন, এনএফটি বিনিয়োগের মাধ্যমে অবিশ্বাস্যভাবে প্রতিষ্ঠানটি সফল হয়েছে, কেবল এক সপ্তাহেই বিনান্সকে অনলাইনে খোঁজার প্রবণতা বেড়েছে অন্তত ৫০০ গুন!

 

একুশে সংবাদ/স.ট.প্র/জাহা

খেলাধুলা বিভাগের আরো খবর