সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে যা যা থাকছে

একুশে সংবাদ প্রকাশিত: ০৬:০১ পিএম, ১৭ নভেম্বর, ২০২৩

উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াই এবারের চলমান ক্রিকেট বিশ্বকাপ শুরু হয়েছিল। শুরুমাত্র ভারত-পাকিস্তান ম্যাচের আগে রাখা হয়েছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপর আর কোনো ম্যাচ কিংবা কোথাও অনুষ্ঠান রাখেনি আয়োজক দেশ ভারত। তবে ফাইনাল ম্যাচের আগে জাঁকজমক সমাপনী অনুষ্ঠানের আয়োজন করবে স্বাগতিক ভারত।

আগামী রোববার (১৯ নভেম্বর) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপের। ঘরের মাঠের বিশ্বকাপে শিরোপার জন্য লড়বে স্বাগতিক দল। ভারতীয় সংবাদমাধ্যমে খবর, ভারত-অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনালের আগে সমাপ্তি অনুষ্ঠানেও যথেষ্ট জাঁকজমকের ব‌্যবস্থা থাকছে।

বিশ্বকাপ ফাইনাল দেখতে প্রধান অতিথি হিসেবে আহমেদাবাদে উপস্থিত থাকতে পারেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ ছাড়াও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকেও আমন্ত্রণ জানানো হতে পারে খবরে বলা হয়েছে।

এছাড়াও ফাইনাল দেখতে আমন্ত্রণ জানানো হয়েছে ভারতের দুই বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব এবং মহেন্দ্র সিং ধোনিকে। উপস্থিত থাকছেন শচীন টেন্ডুলকার ও ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন পান্ডিয়া।

ভারত-পাকিস্তান ম‌্যাচের মতো এবারও সাংস্কৃতিক অনুষ্ঠানের বন্দোবস্ত রাখা হয়েছে। যেখানে পারফর্ম করার কথা বলিউড গায়ক প্রীতম থেকে বিখ‌্যাত ব্রিটিশ গায়িকা দুয়া লিপার। তবে সমাপ্তি অনুষ্ঠানের সেরা আকর্ষণ ভারতের বিমানবাহিনীর ‘সূর্যকিরণ অ‌্যারোবেটিক টিমের’ শো। ‘সূর্যকিরণ অ‌্যারোবেটিক টিম’ দেশটিতে ‘এয়ার শো’। ফাইনালে থাকছে এমন আয়োজন।

একুশে সংবাদ/এস কে 

খেলাধুলা বিভাগের আরো খবর