সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ভয়ঙ্কর শিরোনামে ব্রিবত টাইগাররা

একুশে সংবাদ প্রকাশিত: ০৭:২৫ পিএম, ৫ অক্টোবর, ২০২৩

বিশ্বকাপ মিশন শুরুর আগে ভয়ঙ্কর শিরোনামে ব্রিবত টাইগাররা। শনিবার ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। সেই লক্ষ্যে এখন ধর্মশালায় অবস্থান করছে টাইগাররা। সেখানে আফগান ম্যাচকে সামনে রেখে বৃহস্পতিবার দলীয় অনুশীলন সেরেছেন সাকিব আল হাসানরা।


এদিন গণমাধ্যমের মুখোমুখি হননি কোনো ক্রিকেটারই। এর কারণ জানিয়ে দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেন, ‘আমার মনে হয় মনোযোগটা ক্রিকেটেই থাকুক। যেটা হয় অনেক সময় সাক্ষাৎকার থেকে কথা ছোট করে এমন একটা নিউজ আসে। হয়তো ছেলেটা যে কথা বললো, সরল একটি ভাবনা থেকেই বললো। অনেক সময় অনেক কাটা কাটা নিউজ হয়। যেগুলোর এমন ভয়ঙ্কর শিরোনাম হয়, তাতে সবাই বিব্রত হই।’

 

সুজন আরো বলেন, ‘আমার মনে হয় যেহেতু আমাদের মনোযোগ বিশ্বকাপ খেলার দিকে। আমরা চাইবো যতটুকু তথ্য...আপনারা তো এখানে আছেন, মাঠে দেখবেন, সবই হবে। কিন্তু একটা করে ইন্টারভিউ পাওয়া সবার জন্য সহজ। আমার মনে হয় ছেলেরা যদি সোশ্যাল মিডিয়া কিংবা মিডিয়া থেকে একটু দূরে থাকে তাহলে মনোযোগের পর্যায়টা ভালো থাকবে। এজন্যই এই চিন্তা যে ম্যাচের আগের দিন অধিনায়ক, সিনিয়র ক্রিকেটার হোক বা কোচ যেন কথা বলে।’


এদিকে প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারানোর ব্যাপারে আশাবাদী সুজন বলেন, ‘আফগানদের শেষ পারফরম্যান্সের কথা যদি চিন্তা করি শ্রীলংকা, পাকিস্তানে হারিয়েছি। আমরা একটি ইতিবাচক নোট নিয়ে শুরু করছি। আফগানিস্তানের খুব ভালো বোলিং অ্যাটাক আছে। তাই বলে যে ওদের হারানো যাবে না, তা না। অথবা ওরাও আমাদের হারিয়ে দেবে এমনও না।’
 

একুশে সংবাদ/স ক 

খেলাধুলা বিভাগের আরো খবর