সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

এক হালি গোল হজম মেসির মায়ামির

একুশে সংবাদ প্রকাশিত: ০৩:৪৪ পিএম, ৫ অক্টোবর, ২০২৩

মেসিকে ছাড়া মাঠে খেলতে নেমে টানা চার ম্যাচ জয় বঞ্চিত ইন্টার মায়ামি। মেজর লিগ সকারে (এমএলএস) বৃহস্পতিবার ভোরে শিকাগোর কাছে ৪-১ গোলে হেরেছে মেসির দল। ইনজুরির জন্য এই ম্যাচেও মাঠে নামেননি আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি।

 

শিকাগোর ঘরের মাঠে খেলা হলেও, বল দখলে এগিয়ে ছিল ইন্টার মায়ামি। তাতে কাজের কাজ করতে পারেনি বুসকেটস-মার্টিনেজরা। প্রথম হাফে গোলশূন্য থাকার পর দ্বিতীয় হাফের চতুর্থ মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন সাবেক বায়ার্ন তারকা শাকিরি।

 

গোল হজম করার চার মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে মায়ামিকে সমতায় ফেরান জোসেফ মার্টিনেজ। তবে এরপর শুধু শিকাগো শো দেখেছে দর্শকরা। ম্যাচের ৬২ এবং ৬৫ মিনিটে জোড়া গোল করেন শিকাগোর হয়ে বদলি হিসেবে নামা মারেন হাইলে-সেলাসি। আর ম্যাচের ৭৩ মিনিটে মায়ামির কফিনে শেষ পেরেকটি ঢুকান সেই শাকিরি। তিনিও ম্যাচে জোড়া গোল করেন।


এই হারে ইস্টার্ন কনফারেন্সের ১৪তম অবস্থানেই থাকল ইন্টার মায়ামি। আর এই জয়ে টেবিলের আট নম্বর স্থানে উঠে এলো শিকাগো ফায়ার। আগামী ৮ অক্টোবর সিনসিনাটির বিপক্ষে পরের ম্যাচে মাঠে নামবে ইন্টার মায়ামি।    


এই হারের ফলে মায়ামির প্লে-অফে খেলাটা অনেকটাই ফিকে হয়ে গেলো। যদিও পরিসংখ্যানে এখনও কিছুটা আশা টিকে আছে মায়ামির জন্য।

 

একুশে সংবাদ/স ক 

 

 

খেলাধুলা বিভাগের আরো খবর