সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

রোমায় ধারে খেলতে যাচ্ছেন চেলসি স্ট্রাইকার লুকাকু

একুশে সংবাদ প্রকাশিত: ০২:১০ পিএম, ৩০ আগস্ট, ২০২৩

বেলজিয়ান তারকা স্ট্রাইকার রোমেলু লুকাকুকে সিরি-এ ক্লাব রোমায় ধারে ছেড়ে দেবার ব্যপারে সম্মত হয়েছে চেলসি। ইতালিয়ান গণমাধ্যম গাজ্জেটা ডেলো স্পোর্ট এ সংক্রান্ত রিপোর্ট করেছে।

 

দৈনিকটির দাবী ইতালিয়ানরা লন্ডনের ক্লাবটিকে রোমা লুকাকুর জন্য ৫.৮ মিলিয়ন ইউরো দিবে। বার্ষিক বেতন বাবদ লুকাকু পাবেন সাড়ে সাত মিলিয়ন ইউরো। মেডিকেল পরীক্ষার জন্য গতকালই লুকাকুর রোমে পৌঁছেছে।

 

রোমায় আসার পর লুকাকু আবারো কোচ হোসে মরিনহোর সান্নিধ্য পাবেন। এর আগে চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডে  মরিনহোকে কোচ হিসেবে পেয়েছেন লুকাকু।

 

২০২১ সালে ১১৫ মিলিয়ন ইউরোতে ইন্টার মিলান থেকে চেলসিতে ফিরে এসেছিলেন লুকাকু। এর আগে ২০১১ সালে প্রথমবার যোগ দিয়ে চার বছর পর এভারটনের উদ্দেশ্যে স্টামফোর্ড ছেড়ে গিয়েছিলেন। এরপর একে একে খেলেছেন ম্যান ইউ ও ইন্টারে।

 

৩০ বছর বয়সী লুকাকু সর্বশেষ মৌসুমে ধারে ইতালিতে কাটিয়েছেন। ইন্টারে ফিরে গিয়ে গোল করেছেন ১৪টি।

 

ইতোমধ্যেই বায়ার লেভারকুজেন থেকে ইরানিয়ান আন্তর্জাতিক খেলোয়াড় সারডার আজমুনকে ধারে এনেছে রোমা। এছাড়া পিএসজি থেকে দলে ভিড়িয়েছে দুই মিডফিল্ডার লিয়ানড্রো পারেডেস ও রেনাটো সানচেজকে। এর মধ্যে সানচেজ এসেছেন ধারে। জুনে লিঁও থেকে হুসেম অরারের সাথে পাঁচ বছরের চুক্তি করেছে রোমা।

 

সিরি-এ লিগের নতুন মৌসুমের প্রথম দুই রাউন্ড শেষে রোমার অর্জণ এ কপয়েন্ট।

 

একুশে সংবাদ/স ক  

খেলাধুলা বিভাগের আরো খবর