সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

নারী ফুটবলারদের সুখবর দিলো বাফুফে

একুশে সংবাদ প্রকাশিত: ০৫:২৩ পিএম, ১৫ আগস্ট, ২০২৩

সাফ জয়ের পর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছে নিজেদের  কিছু দাবি জানিয়েছিল জাতীয় দলের নারী ফুটবলাররা। সেখানে কয়েকটা দাবির মধ্যে একটা ছিল খেলোয়াড়দের বেতন বৃদ্ধি। তাবে সাবিনাদের যে চাওয়া ছিল তার কিছু অংশ পূরণ করেছে দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা।

 

আগামীকাল দুপুরে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করবে বাফুফে। এই চুক্তির মধ্যে সাবিনাদের বর্তমান বেতনের কাঠামোর পরির্বতন হবে। এছাড়াও সাবিনাদের নানা দাবিগুলো নিয়ে কথা বলবেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন।


জানা গেছে, এবারে মাসে পঞ্চাশ হাজার টাকা দাবি করেছিলেন সাবিনারা। সেই দাবি পূরণ না হলেও অর্ধেকের বেশি হতে পারে।


বেতন কাঠামো বৃদ্ধি ছাড়াও আরো কিছু সুযোগ-সুবিধা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বাফুফে সাবিনাদের সুবিধা বৃদ্ধি করে আবার নিজেদের স্বার্থও রক্ষা করবে। এই চুক্তির পর কোড অফ কন্ডাক্টের আওতায় আসবেন জাতীয় নারী ফুটবলাররা।

একুশে সংবাদ/স ক   

খেলাধুলা বিভাগের আরো খবর