সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

জাপানকে হারিয়ে সেমিতে সুইডেন

একুশে সংবাদ প্রকাশিত: ০৭:৪৭ পিএম, ১১ আগস্ট, ২০২৩

নারী বিশ্বকাপের সেমিফাইনালে টিকিট কাটল সুইডেন দল। শুক্রবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে এশিয়ার দেশ জাপানকে ২-১ গোলে হারিয়েছে সুইডিশ নারীরা। এ জয়ে টানা দ্বিতীয়বার সেমিফাইনালে উঠলো সুইডেন।

 

নিউজিল্যান্ডের অকল্যান্ডের ইডেন পার্কে প্রথম আধঘণ্টায় আক্রমণ পাল্টা-আক্রমণে একে অপরের রক্ষণ ভাঙার চেষ্টা করে দুই দলই। খেলার ৩২ মিনিটে ফ্রি-কিক থেকে গোল করে সুইডেনকে এগিয়ে নেন আমান্ডা ইলেস্টেট (১-০)। প্রথমার্ধে আর গোল হয়নি। লিড নিয়ে বিরতিতে যায় সুইডিশ মেয়েরা।


বিরতির পর খেলার দ্বিতীয়ার্ধে খেলার ৫১ মিনিটে পেনাল্টি থেকে ফিলিপ্পে অ্যাঞ্জেলডালের গোলে ২-০ গোলে এগিয়ে যায় সুইডেন। খেলার ৭২ মিনিটে ব্যবধান কমানোর সুযোগ ছিল জাপানের। কিন্তু পেনাল্টি পেয়েও কাজে লাগাতে পারেননি দলটি। পেনাল্টি মিস করেন জাপানের রিকো উয়েকি।


খেলার ৮৭ মিনিটে ব্যবধান কমায় জাপান (২-১)। গোল করেন হোনোকা হায়াশি। এই গোলের পর আর গোল করতে পারেনি দুই দলই। ফলে জয় নিয়ে মাঠ ছাড়ে সুইডেনের মেয়েরা।  
 

একুশে সংবাদ/স ক   

খেলাধুলা বিভাগের আরো খবর