সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ফ্রান্সের হপম্যান কাপে খেলবেন আলকারাজ

একুশে সংবাদ প্রকাশিত: ০৪:০১ পিএম, ১৯ জুলাই, ২০২৩

এ সপ্তাহে ফ্রান্সে অনুষ্ঠিতব্য হপম্যান কাপ টুর্ণামেন্টে খেলার ঘোষনা দিয়েছেন উইম্বলডনের নতুন রাজা কার্লোস আলকারাজ।এ সম্পর্কে স্প্যানিশ দৈনিক মার্কায় স্পেনের ২০ বছর বয়সী এই তরুণ বলেছেন, ‘এই টুর্নামেন্টে খেলার অপেক্ষার শেষ হচ্ছেনা। স্পেনের হয়ে খেলাটা সবসময়ই গৌরবের।’

 

রোববার বিশ্বের এক নম্বর তারকা আলকারাজ উইম্বলডনের ফাইনালে পাঁচ সেটের লড়াইয়ে অভিজ্ঞ নোভাক জকোভিচকে পরাজিত করে ক্যারিয়ারে প্রথমবারের মত শিরোপা জয়ের কৃতিত্ব অর্জন করেছেন।

 

প্রতি চার বছর অন্তর আয়োজিত মিক্সড ডাবলস টিম টুর্নামেন্টের এই হপম্যান কাপ ফরাসি শহর নিসে অনুষ্ঠিত হবে। টুর্ণামেন্টে আলকারাজের সঙ্গী ৭২তম র‌্যাঙ্কধারী রেবেকা মাসারোভা।

 

এদিকে আলকারাজের আগমনে উচ্ছসিত টুর্নামেন্ট ডিরেক্টর ক্যারোলিন স্টিফানি বলেছেন, ‘সে আসছে, আমরা ইতোমধ্যেই হোটেলে তার রুম বুকিং দিয়েছি।’

 

শুক্রবার বেলজিয়ামের এলিস মার্টিনস ও ডেভিড গফিন জুটির বিরুদ্ধে স্পেন তাদের মিশন শুরু করবে। এই গ্রুপে অপর দল হচ্ছে ক্রোয়েশিয়া। ক্রোয়েট দলকে প্রতিনিধিত্ব করছেন ডোনা ভেকিচ ও বর্না কোরিচ।

অপরগ্রুপের দলগুলো হলো ফ্রান্স, ডেনমার্ক ও সুইজারল্যান্ড।

 

একটি দল আরেক দলের সাথে নারী একক, পুরুষ একক ও মিক্সড ডাবলসে লড়বে। দুই গ্রুপের বিজয়ী দুই দল ফাইনালে লড়বে।

 

একুশে সংবাদ/স ক  

খেলাধুলা বিভাগের আরো খবর