সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

বড় লিড নিয়ে থামল বাংলাদেশ

একুশে সংবাদ প্রকাশিত: ০৪:২২ পিএম, ৫ এপ্রিল, ২০২৩

সাকিব ও মিরাজের ফিফটি আর মুশির সেঞ্চুরিতে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে বড় লিড নিয়েই থেমেছে বাংলাদেশ।

 

নিজেদের প্রথম ইনিংসে অল আউট হওয়ার আগে ৩৬৯ রান করেছে বাংলাদেশ। এর আগে আয়ারল্যান্ড নিজেদের প্রথম ইনিংসে ২১৪ রানে অল আউট হয়েছিল। ফলে ১৫৫ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে বোলিংয়ে নামবে টাইগাররা।


দুই উইকেটে ৩৪ রান নিয়ে ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। এদিন শুরুতেই ফেরেন মুমিনুল হক, করেন ১৭ রান। মাত্র ৪০ রানে তিন উইকেট হারানো টাইগারদের হয়ে এরপর শক্ত প্রতিরোধ গড়ে তোলেন সাকিব ও মুশফিক।

 

একপর্যায়ে সাকিব ও মুশফিক দুজনেই সেঞ্চুরির দ্বারপ্রান্তে ছিলেন। তবে ৮৭ রানের বেশি করতে পারেনি বাংলাদেশের টেস্ট অধিনায়ক। যার মাধ্যমে ভাঙে দুজনের ১৫৯ রানের জুটি।


সাকিব আক্ষেপ নিয়ে মাঠ ছাড়লেও ইনিংসকে তিন অঙ্কে রূপ দেন মুশফিক। সাজঘরে ফেরার আগে তিনি খেলেন ১২৬ রানের ইনিংস। অন্যপ্রান্তে লিটন দাস ৪৩ রান করেন।

 

শেষদিকে বাংলাদেশের ইনিংস এগিয়ে দেন মেহেদী হাসান মিরাজ।আয়ারল্যান্ডের হয়ে অ্যান্ডি ম্যাকব্রিন একাই ৬ উইকেট শিকার করেন। এছাড়া মার্ক আদাইর দুটি ও বেন হোয়াইট একটি উইকেট নেন।
 

একুশে সংবাদ.কম/ডে বা/সম

খেলাধুলা বিভাগের আরো খবর