সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

থাইল্যান্ডকে হারিয়ে কাবাডির ফাইনালে বাংলাদেশ

একুশে সংবাদ প্রকাশিত: ০৭:০১ পিএম, ২০ মার্চ, ২০২৩

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির ফাইনালে উঠেছে বাংলাদেশ কাবাডি দল। ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ চাইনিজ তাইপে। মঙ্গলবার একই ভেন্যুতে ম্যাচটি গড়াবে দুপুর ১২ টা ১৫ মিনিটে।

 

সোমবার (২০ মার্চ) শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে থাইল্যান্ডকে ৪৫-২৬ পয়েন্টে হারিয়েছে তুহিন তরফদারের দল।

 

আজ থাইল্যান্ডের প্রামোত সাইসিং রেইড দিতে গিয়ে নিয়ম বহির্ভূতভাবে ম্যাটের বাইরে চলে গেলে পয়েন্টের খাতা খোলে লাল-সবুজ বাহিনী (১-২)। আরও কিছু সময় যাওয়ার পর প্রথমবারের মতো পয়েন্টে সমতা আনে সাজুরাম গয়াতের শিষ্যরা (৪-৪)। ম্যাচের তখন ৯ মিনিট। ১৭-১১ স্কোরলাইনে লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।

 

বিরতির পর আরও বিধ্বংসী হয়ে ওঠে বাংলাদেশ। প্রথমার্ধের ভুলত্রুটি কাটিয়ে ওঠে অনেকটাই। ২৩ ‍মিনিটে থাইদের আবারও অলআউট করে বাংলাদেশ (২৪-১২)। এক পর্যায়ে বাংলাদেশ ২৯-১৬ পয়েন্টে এগিয়ে গেলেও টানা কয়েকবার ভুলভাবে খেলার খেসারত দেয়। এই সুযোগে টানা ৫টি পয়েন্ট লাভ করে থাইল্যান্ড (২০-৩০)। মিজানুরের টানা দুটি সফল রেইডে আবারও ব্যবধান বাড়ায় বাংলাদেশ (৪৫-২৩)।

 

তবে শেষের দিকে থাইল্যান্ড টানা ৩টি পয়েন্ট পেলেও সময় শেষ হয়ে যাওয়াতে আর হার এড়াতে পারেনি। পরাজয়ের গ্লানি নিয়েই ম্যাট ছাড়তে হয় তাদের। আর হ্যাটট্রিক ফাইনালে বাংলাদেশ।

একুশে সংবাদ/সম

খেলাধুলা বিভাগের আরো খবর